Advertisement
Advertisement

হিমালয়ের নদী তীর্থে

শীতকালে বরফের চাদরে ঢাকা থাকে গোটা উপত্যকা৷ বসন্তের মেজাজ হরিদ্রাভ৷

Tirthan Valley Tourism in a Glance
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 18, 2016 7:45 pm
  • Updated:September 18, 2016 7:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলতে গেলে ছোট্ট জায়গা৷ কিন্তু দেখলে প্রাণ জুড়িয়ে যাবে৷ বিশেষ করে প্রকৃতির প্রতি যদি আপনার একটু বিশেষ দুর্বলতা থাকে৷ পাহাড়ের দর্প চূর্ণ করে এখানে যে বয়ে গিয়েছে স্রোতস্বিনী! হিমাচলের সেই সৌন্দর্যের নাম তীর্থন উপত্যকা৷

tirthan-valley-08-himachal-pradesh-bestadwise

Advertisement

কী দেখবেন –

Advertisement
  • চারদিকে সুবিস্তৃত হিমালয়ের অংশ৷ মাঝখান দিয়ে বয়ে গিয়েছে তীর্থন নদী৷ নদীর নামেই নামাঙ্কিত উপত্যকা৷
  • শীতকালে বরফের চাদরে ঢাকা থাকে গোটা উপত্যকা৷ বসন্তের মেজাজ হরিদ্রাভ৷
  • উপত্যকার নদীর ট্রাউট মাছ পর্যটকদের কাছে বড় আকর্ষণ৷ এর টানেই সময়ের সঙ্গে সঙ্গে এলাকায় বাড়ছে বিদেশি পর্যটকদের সংখ্যা৷
  • কাছেই রয়েছে সেরলোস্কর লেক৷ রয়েছে দুটি জলপ্রপাতও৷
  • ট্রেকিং ও রক ক্লাইম্বিংয়ের সুবিধা পাওয়া যায় এখানে৷

dsc_5590

কীভাবে যাবেন –

  • কুলু থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত তীর্থন উপত্যকা৷ দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা থেকে হিমাচল প্রদেশ সরকারি পরিবহণের বাস চলাচল করে৷ চাইলে গাড়ি ভাড়া করেও যাওয়া যেতে পারে৷
  • ট্রেনে গেলে নামতে পারেন কালকা, চণ্ডীগড় অথবা জলন্ধর রেল স্টেশনে৷

1445232975_banjar_valley_kulu

কোথায় থাকবেন –

প্রকৃতির মাঝে থাকতে গেলে একটু বিলাসিতা ত্যাগ করতে হবে৷ তেমন কোনও হোটেল বা কটেজ নেই৷ হোম-স্টের ব্যবস্থা করতে পারেন কিংবা ক্যাম্প খাটিয়েও থাকতে পারেন৷

front_u02

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ