Advertisement
Advertisement

Breaking News

রাতারাতি উধাও শতাব্দী প্রাচীন বটগাছ! দায়ের নিখোঁজ ডায়েরি

ব্যাপারটা কী?

100 year old banyan tree goes missing
Published by: Sayani Sen
  • Posted:March 3, 2019 5:06 pm
  • Updated:March 3, 2019 5:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুগের পর যুগ৷ কয়েক প্রজন্ম দেখেছে ১০০ বছরের প্রাচীন বটগাছকে৷ কিন্তু আচমকাই একদিন ভোরে স্থানীয়রা দেখলেন নিখোঁজ হয়ে গিয়েছে ওই বটগাছটি৷ একটি গাছ কীভাবে রাতারাতি নিখোঁজ হয়ে গেল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা৷ রহস্য উদঘাটনে পুলিশের দ্বারস্থ স্থানীয়রা৷ যদিও বেঙ্গালুরুর এই ঘটনার সূত্রের খোঁজ করতে গিয়ে ধন্দে তদন্তকারীরা৷

[ক্যানসার আক্রান্তের ব্রাইডাল ফটোশুটে মশগুল নেটদুনিয়া]

বেঙ্গালুরুর ওই বটগাছটি প্রায় শতাব্দী প্রাচীন৷ স্থানীয়দের দাবি, শুক্রবার রাত পর্যন্ত ওই বটগাছটিকে দেখা গিয়েছিল৷ তবে পরেরদিন সকালে ঘুম থেকে উঠে বাড়ি থেকে বেরিয়ে স্তম্ভিত হয়ে যান স্থানীয়রা৷ তাঁরা দেখেন নির্দিষ্ট জায়গা থেকে উধাও হয়ে গিয়েছে বটগাছ৷ গাছের একটি শিকড়ও আর ওই জায়গায় দেখতে পাননি তাঁরা৷ লোকমুখে এই খবর রটতে সময় লাগেনি৷ মুহূর্তের মধ্যে ওই জায়গায় লোক জড়ো হয়ে যায়৷ রাতের অন্ধকারে অন্যান্য দামী জিনিসপত্রের মতোই শতাব্দী প্রাচীন বটগাছ চুরি হয়ে গেল নাকি? এই প্রশ্নই ঘুরপাক খেতে থাকে গোটা এলাকায়৷ গাছ উধাওয়ের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হন এলাকাবাসী৷ পুলিশ আধিকারিকরাও এমন অভিযোগ পেয়ে রীতিমতো তাজ্জব৷ রাতের অন্ধকারে দামি জিনিসপত্র চুরি যাওয়ার মতো অভিযোগ আগেও পুলিশ আধিকারিকদের কাছে জমা পড়েছে৷ তবে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে শিকড়-সহ শতাব্দী প্রাচীন বটগাছ চুরির ঘটনায় ধন্দে তদন্তকারীরা৷

Advertisement

[সদ্যোজাতের নাম মিরাজ রাখলেন রাজস্থানের দম্পতি]

যদিও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনও কাঠ পাচারকারী চক্রের কারসাজিতে এমন রাতারাতি উধাও হয়ে গিয়েছে শতাব্দী প্রাচীন বটগাছ৷ তবে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে এক রাতের মধ্যে শিকড়-সহ গোটা গাছটি নিয়ে গেল পাচারকারীরা, সেই রহস্য কিছুতেই উদঘাটন করতে পারছেন না তদন্তকারীরা৷ কোনও অবৈধ নির্মাণের জেরে স্থানীয়দের যোগসাজশে গাছ নিখোঁজের মতো ঘটনা ঘটেছে কিনা তাও ভাবাচ্ছে পুলিশকে৷ গাছ উধাও হয়ে যাওয়ার ঘটনায় ক্ষুব্ধ পরিবেশপ্রেমীরাও৷ যথাযথ তদন্ত করে রহস্যভেদের দাবি জানিয়েছেন স্থানীয়রা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ