Advertisement
Advertisement

Breaking News

OMG! সাইকেলের ধাক্কায় চুরমার গাড়ি

নেটদুনিয়ায় ভাইরাল এই অবাক করা ঘটনা৷

Car Damaged By Bicycle After Collision
Published by: Sayani Sen
  • Posted:January 4, 2019 9:32 pm
  • Updated:January 4, 2019 9:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি গাড়ির সঙ্গে সাইকেলের ধাক্কা লাগল৷ অথচ সাইকেলটির কিছুই হল না, গাড়িটি ভেঙেচুরে গেল!  কী ভাবছেন ভুল পড়ছেন তাই তো? মোটেও না, দক্ষিণ চিনের অবাক করা এই ঘটনাই এখন নেটদুনিয়া কাঁপাচ্ছে৷ এক্কেবারে টক অফ দ্য টাউন হয়ে গিয়েছে এই দুর্ঘটনাটি৷

[চিতাশাবকের মা সিংহী! নেটদুনিয়ায় ভাইরাল মাতৃত্বের কাহিনি]

ঠিক কী ঘটেছিল? রাস্তার একদিক থেকে আসছিল একটি গাড়ি৷ যথেষ্ট বিলাসবহুল সেটি৷ ওই রাস্তারই অপর প্রান্ত দিয়ে আসছিল একটি সাইকেল৷ আচমকাই গাড়ি ও সাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে৷ দুর্ঘটনার ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ প্রত্যক্ষদর্শীরা ভেবেছিলেন সাইকেল চালক হয়তো প্রাণে বাঁচলেন না৷ আর প্রাণহানির মতো ভয়াবহ দুর্ঘটনার পর সাইকেলের অবস্থা যে চোখে দেখার মতো থাকবে না, তা তো বলাই বাহুল্য৷ কিন্তু না, প্রত্যক্ষদর্শীদের ভাবনার সঙ্গে কোনও মিল রইল না বাস্তবের৷ মিনিটখানেকের মধ্যেই ভুল ভাঙল৷ তাঁরা দেখলেন, দুর্ঘটনার পর গাড়ির সামনের অংশটি এক্কেবারেই ভেঙে গিয়েছে৷ দুমড়ে মুচড়ে যাচ্ছেতাই অবস্থা৷ এখন প্রশ্ন হল, গাড়িরই যদি এই অবস্থা হয়, তবে সাইকেলের না জানি কত ক্ষতিই হয়েছে! কিন্তু এ কি? সাইকেলের ক্ষতি তো দূর অস্ত, সাইকেলটি একেবারেই অক্ষত!  দক্ষিণ চিনের এই ঘটনায় অবাক সকলেই৷ এমনও কী সম্ভব? নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছেন না প্রত্যক্ষদর্শীরা। 

Advertisement

[অনুমতি নিয়ে ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্ক! আজব সাফাই যুবকের]

এদিকে, চোখের সামনে এহেন ঘটনা ক্যামেরাবন্দি না করে কি আর থাকা যায়? তাই তো অনেকেই সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ছবি তোলেন৷ লেন্সবন্দি করেন অক্ষত সাইকেলটিকেও৷ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোডও করেন কেউ কেউ৷ সঙ্গে ঘটনার বিস্তারিত বিবরণ৷ যারই টাইমলাইনে এসেছে সেই পোস্ট, তারই নজর কেড়েছে ঘটনাটি৷ এহেন অবাক করা ঘটনা ভাইরাল হতেও বেশি সময় নেয়নি৷ প্রায় বিদ্যুতের গতিতেই ওই ছবিটি নেটিজেনদের টাইমলাইনে ছড়িয়ে পড়ে৷ ভাইরাল ওই ছবি নিয়ে এখন নেটদুনিয়ায় উঠেছে আলোচনার ঝড়৷ অনেকেরই প্রশ্ন, সাইকেলটি কী দিয়ে তৈরি? অনেকেই আবার ওই সাইকেল কোম্পানিকে একটি শক্তিশালী বাইক তৈরির পরামর্শও দিয়েছেন৷ কেউ কেউ আবার এই কোম্পানির সাইকেল কেনার তোড়জোড়ও শুরু করে দিয়েছেন৷ এত কাণ্ড তো ঘটল, কিন্তু ওই সাইকেল মালিকের প্রতিক্রিয়া ঠিক কী, তা যদিও এখনও জানা যায়নি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ