Advertisement
Advertisement

Breaking News

আগে দিয়েছে সোনার কয়েন, আই ফোন, এবার ১০০ কর্মীকে মারুতি সুজুকি দিল চেন্নাইয়ের কোম্পানি

ভবিষ্যতে আরও এমন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।

Chennai-based IT firm gifts 100 cars | Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:April 12, 2022 6:36 pm
  • Updated:April 12, 2022 6:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি-বেসরকারি সংস্থার কর্মীদের কাজে উৎসাহ দিতে পুরস্কার, ইনসেনটিভ দেওয়ার চল বহুদিনের। সরকারি কর্মীরা বোনাস, ডি এ পান। শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে থাকা বেসরকারি কোম্পানিরা কর্মীদের বোনাস তো বটেই, উপরন্তু বিদেশ ঘুরতে পাঠায়, দামি ফ্ল্যাট, গাড়িও দেয়।

দিনের পর দিন তাঁদের নিরলস পরিশ্রমের স্বীকৃতি থাকে তাতে। চেন্নাইয়ের সফটওয়্যার-অ্যাজ-অ্যা-সার্ভিস (স্যাস) কোম্পানি (Chennai Based Company) কিসফ্লো তাদের ৫ সিনিয়র এক্সিকিউটিভকে আনুমানিক ১ কোটি টাকা দামের বিএমডব্লু (BMW) গাড়ি গিফট করেছে সম্প্রতি। কিন্তু আইডিয়াজটুআইটি (Ideas2IT) নামে আরেকটি কোম্পানি, বলা যায়, নজির তৈরি করল তাদের ১০০ কর্মীকে ১০০টি মারুতি সুজুকি (Maruti Suzuki) গাড়ি উপহার দিয়ে। কোম্পানির ব্যবসায়িক বৃদ্ধি, আর্থিক সাফল্যে ওই কর্মীদের অবদান অতুলনীয়, জানিয়েছেন সংস্থার মার্কেটিং প্রধান হরি সুব্রহ্মণ্যম।

Advertisement

[আরও পড়ুন: SSC দুর্নীতি মামলা: সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের, সাময়িক স্বস্তি পার্থর]

তিনি বলেছেন, আমাদের সংস্থায় ৫০০ জন কর্মী। তাঁদের মধ্যে ১০ বছরের বেশি কাজ করেছেন, এমন ১০০ জনকে ১০০টা গাড়ি দিচ্ছি। আমরা যে সম্পদ অর্জন করেছি, তা কর্মীদের ফিরিয়ে দেব, এটাই আমাদের ভাবনা। সংস্থার প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান মুরলী বিবেকানন্দন (Murali Vivekananda) আবার কর্মীদের গাড়ি দেওয়াকে উপহার বলতে চান না। তাঁর বক্তব্য, কোম্পানিকে দাঁড় করানোর পিছনে বিরাট ভূমিকা পালন করে, নিজেদের পরিশ্রমের বিনিময়ে এটা অর্জন করেছেন ওঁরা, কোম্পানি ওঁদের গিফট করেনি।

Advertisement

বিবেকানন্দন বলেছেন, সাত-আট বছর আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, কোম্পানি লাভের মুখ দেখলে তা কর্মীদের মধ্যে বিলিয়ে দেব। গাড়ি উপহার সবে শুরু। নিকট ভবিষ্যতে আরও এমন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। গাড়ি গিফট পাওয়া কর্মীদের কথায়, সংস্থার থেকে উপহার পেতে সবসময় ভাল লাগে। প্রত্যেক বড় সাফল্যের সময় কোম্পানি আমাদের সঙ্গে সুখের মুহূর্ত শেয়ার করে। কোনওবার সোনার কয়েন, তো কোনওবার আই ফোন দিয়েছে। গাড়ি তো নিঃসন্দেহে বিরাট ব্যাপার। এমন প্রতিষ্ঠানের জন্যই তো কর্মীরা জান লড়িয়ে দেন, তাই না?

[আরও পড়ুন: Sri Lanka Crisis: মেয়াদ ফুরোলেও বিদেশি ঋণ শোধে অপারগ শ্রীলঙ্কা, শেষ ভরসা IMF]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ