সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও বিষয়ে বকুনি খেলে কিংবা কারও সঙ্গে একমত না হলে জেদের বশে অনেক শিশুরাই মাটিতে শুয়ে পড়ে। পা দাপিয়ে প্রতিবাদ করে। কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মহিলা বিমানবন্দরে শুয়ে পড়ে পা ছুড়ে বাচ্চাদের মতো অঙ্গভঙ্গি করবেন, এটা কি ভাবা যায়? সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওয় এমনটাই দেখা গিয়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
ভাইরাল হওয়া ভিডিও দেখা গিয়েছে বিমানবন্দরের মেঝেতে শুয়ে পড়েছেন এক মহিলা। পা ছুড়ছেন রাগে। এমনকী চিৎকারও করছেন। ঘটনা নাকি ইটালি মিলান মালপেনসা বিমানবন্দরের। যে মহিলাকে দেখা যাচ্ছে তিনি চিনের নাগরিক। কিন্তু কেন ওই চিনা মহিলা এভাবে রাগারাগি করছেন? জানা যাচ্ছে, চিনের ওই পর্যটকের লাগেজ নিয়ে ছিল সমস্যা। বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছিল, তাঁর লাগেজের ওজন বেশি। ফলে হয় তাঁকে অতিরিক্ত ওজনের লাগেজ এখানেই রেখে যেতে হবে। অন্যথায় অতিরিক্ত অর্থ দিতে হবে। কিন্তু ওই মহিলা কোনওটিতেই রাজি হননি। রেগে গিয়ে শুয়ে পড়ে ওই কাণ্ড ঘটাতে থাকেন। তবে জানা গিয়েছে, শেষপর্যন্ত ওই বিমানটিতে আর ওঠা হয়নি তাঁর। পরে অন্য একটি বিমানে ওঠেন নতুন করে টিকিট কেটে।
ב-8 ביוני 2025, בשדה התעופה מילאנו מלפנסה, נאסר על אישה סינית לעלות למטוס מכיוון שמזוודה הייתה במשקל עודף!
ובמקום להסדיר את העניין
בתשלום קטן
היא ‘התמוטטה’ ונתנה מופע
מרשים בטרמינל של שדה התעופה.On June 8, 2025, at Milan Malpensa Airport, a Chinese woman was denied boarding… pic.twitter.com/oZGihK0CJP
— יוסי שחבר (@yosishahbar) June 12, 2025
নেট ভুবনে ওই ভিডিও দেখে চমকে ওঠেন বহু নেটিজেন। কেউ কেউ ভিডিও দেখে লেখেন, এমন দৃশ্য সত্যিই মর্মান্তিক। আবার কেউ কেউ বলেন, ওই মহিলা হয়তো ভেবেছিলেন পা দাপিয়ে কাঁদলে তাঁকে অব্যাহতি দেওয়া হবে। অনেকেই জানান, ছোট থেকে অতিরিক্ত আহ্লাদ পেলে তবে বড় হয়ে কেউ এমন আচরণ করে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.