Advertisement
Advertisement

Breaking News

এখন একটাই ভয়, খাড়া সিংয়ের সঙ্গে আবার গব্বর সিংয়ের না দেখা হয়ে যায়!!!

'মস্তানি'তে কেউ কারও থেকে কম যায় না...

Dooars forest officials fear another showdown between rhino Khara Singh and Gabbar Singh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 23, 2017 11:16 am
  • Updated:December 30, 2019 2:16 pm

ব্রতীন দাস, শিলিগুড়ি: ক্ষত সারিয়ে সুস্থ হতেই ফের স্বমহিমায় খাড়া সিং৷ ডুয়ার্সের গরুমারার জঙ্গলে আবারও ধুন্ধুমারের আশঙ্কা৷ তটস্থ বনকর্তারা৷ শুধু গরুমারা নয়, জলদাপাড়া-সহ গোটা উত্তরবঙ্গের জঙ্গলে যত গন্ডার রয়েছে, তার মধ্যে অন্যতম ষন্ডা-গন্ডা এটি৷ এলাকা দখলের লড়াই ঘিরে খাড়া সিংয়ের দাপট এর আগে অনেকবারই দেখেছেন গরুমারার বনকর্মীরা৷ তাই ভয় পিছু ছাড়ছে না বনকর্তাদের৷

[ঠাকুরঘরের ক্ষেত্রে এগুলি মানেন তো? তাহলে নিশ্চিন্তে থাকুন]

Advertisement

মাসখানেক আগে ধূপঝোরার জঙ্গলে রহস্যজনকভাবে জখম হয় বছর পনেরোর এই পুরুষ গন্ডার৷ তার পিঠে একটি ক্ষতচিহ্ন দেখা যায়৷ মনে করা হয়, সেটি ছররা গুলির ক্ষত৷ বনবস্তির বাসিন্দারাও জানান, তাঁরা গুলির আওয়াজের মতো শব্দ শুনতে পেয়েছেন৷ এতেই আশঙ্কা তৈরি হয়, তা হলে কি খাড়া সিংয়ের উপর নজর পড়েছে চোরাশিকারিদের৷ শুরু হয় জঙ্গলে চিরুনি তল্লাশি৷ এসএসবি ও পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানোর পাশাপাশি বাড়ানো হয় জঙ্গলের নিরাপত্তা৷ কুনকি নামিয়ে জঙ্গলে খাড়া সিং-কে খুঁজে শুরু হয় চিকিৎসা৷ তৈরি করা হয় মেডিক্যাল টিম৷ তবে আদৌ ক্ষতটি গুলির কি না তা নিয়ে অবশ্য বনকর্তারা নিশ্চিত করতে পারেননি৷ মাসখানেকের চিকিৎসায় সুস্থ হয়ে ফের স্বমহিমায় খাড়া সিং। গরুমারার ডিএফও নিশা গোস্বামী বলেছেন, “খাড়া সিং এখন সুস্থ হয়ে নিজের পুরনো মেজাজে৷ ধূপঝোরার জঙ্গলে দেখা গিয়েছে তাকে৷ ওর উপর নজর রাখা হচ্ছে৷”

Advertisement

[শ্রীজাতকে ত্রিশূল দিয়ে ‘সংহার’ করলে মিলবে ৫ লক্ষ, ঘোষণা ফেসবুকে]

ঝূপঝোরার কাছেই গরুমারা বিটের জঙ্গলে দেখা গিয়েছে ঘাড় মোটা, গব্বর সিং ও বোতল সিংয়ের মতো গন্ডারদের৷ দাপটে তারাও কম যায় না৷ এরা প্রত্যেকেই ‘মস্তান’ গন্ডার বলে পরিচিত৷ খাড়া সিংয়ের মুখোমুখি হলে এদের মধ্যে লড়াই অনিবার্য বলে মনে করছেন বনকর্মীরা৷ তাঁদের আশঙ্কার কারণ, গরুমারা ও ধূপঝোরা জঙ্গলে তিন-চারটি স্ত্রী গন্ডার ঘোরাফেরা করছে৷ তাই সঙ্গীনী দখলের লড়াই বাধতে পারে৷ এর আগে এই সঙ্গীনী দখলের লড়াইয়ের জেরেই বিবাগি হয়ে গরুমারা ছেড়ে চলে যায় কান কাটা ও কান হেলা নামে দু’টি গন্ডার৷ হাজারো চেষ্টায় তাদের ফেরাতে পারেননি বনকর্মীরা৷ শেষমেশ তিস্তার চরে মহানন্দার জঙ্গলে বিবাগি একটি গন্ডারের মৃত্যু হয় চোরাশিকারিদের হাতে৷ এর পর অন্য গন্ডারটিকে শিলিগুড়ির সাফারি পার্কে পাঠানো হয়৷ ফলে নিজেদের মধ্যে লড়াই ঘিরে যাতে আর কোনও গন্ডার গরুমারার জঙ্গল ছেড়ে চলে না যায়, তা নিয়ে সতর্ক বনকর্মীরা৷ তবে, গরুমারার বনকর্মীদের এখন একটাই চিন্তা, খাড়া সিংয়ের মেজাজ বিগড়ে গেলে জঙ্গলে আবার না ধুন্ধুমার বেধে যায়।

[চার বছর ধরে নিজেদের ঘরবন্দি করে রেখেছেন এই মা ও মেয়ে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ