Advertisement
Advertisement
Fight on Flight

মাঝআকাশে হাতাহাতি, যাত্রীদের ঝামেলা থামাতে নাজেহাল বিমানসেবিকা, ভাইরাল ভিডিও

এই ঘটনায় অন্য যাত্রীদের কাছে ক্ষমা চাইল বিমান সংস্থা।

Free-For-All Between Passengers On Flight To India From Bangkok on Tuesday | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:December 29, 2022 12:46 pm
  • Updated:December 29, 2022 1:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বচসা থেকে হাতাহাতি দুই যাত্রীর মধ্যে। তাতে এক যাত্রীর বন্ধুরাও যোগ দেন। মাঝ আকাশে, চলন্ত বিমানে! পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে উপস্থিত বিমানসেবিকারা তা নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যা দেখে হতবাক নেটিজেনরা। দু’জনের মধ্যে মারমুখী যাত্রীটির কাণ্ড দেখে নিন্দায় সরব হয়েছেন তাঁরা। এই ঘটনার পর বিমানের বাকি যাত্রীদের কাছে সৌজন্যবোধ দেখিয়ে ক্ষমা চায় থাই বিমান সংস্থা।

জানা গিয়েছে, গত মঙ্গলবার ব্যাংকক থেকে ভারতের উদ্দেশে যাত্রা করেছিল থাই স্মাইলি এয়ারওয়েজের বিমানটি। মাঝপথে দুই যাত্রীর মধ্যে তুমুল ঝামেলা বাধে। গোটা ঘটনা প্রকাশ্যে এসেছে ভাইরাল হওয়া ভিডিওতে। সেখানে দেখা গিয়েছে, কোনও একটি বিষয় নিয়ে দুই যাত্রীর মধ্যে তুমুল বচসা চলছে। তার মধ্যেই শোনা যায়, একজন আরেক জনকে বলছেন, হাত নিচে নামাও। এরপরেই এক যাত্রী মারমুখী হয়ে ওঠে অপরজনের উপরে। প্রথম যাত্রীর বন্ধুরাও ছুটে এসে দ্বিতীয় যাত্রীকে মারধর শুরু করে। এলোপাথাড়ি হাত চালান।

Advertisement

[আরও পড়ুন: রেলে সাইবার নিরাপত্তায় বড়সড় গলদ! অনলাইনে নিলামে ৩ কোটি যাত্রীর ব্যক্তিগত তথ্য]

এই সময় একজন বিমানসেবিকা এগিয়ে গিয়ে মারপিট থামানোর চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন তিনি। তবে দ্বিতীয় যাত্রী কখনই পালটা আক্রমণ করেননি। তাঁকে কেবল মার আটকাতেই দেখা যায়। এদিকে চলন্ত বিমানের মধ্যে এমন ঘটনায় হতবাক হয়ে পড়েন বিমানের বহু যাত্রী। প্রথম থেকেই তাঁরা ঝগড়া থামাতে বলছিলেন। শান্ত হতে বলছিলেন। সেদিকে অবশ্য কর্ণপাত করেননি দুই যাত্রী। জানা গিয়েছে, পরে দুই বিমানসেবিকার চেষ্টায় হাতহাতি থামে। এই ঘটনায় অন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে থাই বিমান সংস্থা। এদিকে সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে চলন্ত বিমানে হাতাহাতির ভিডিও।

Advertisement

[আরও পড়ুন: আমার উত্থান শুরু রাজীব গান্ধীর আমলে, ‘মোদি ঘনিষ্ঠতা’ নিয়ে সাফাই আদানির]

চলতি মাসের শুরুতে চলন্ত বিমানের একটি ঘটনা প্রকাশ্যে এসেছিল। ইস্তানবুল-দিল্লির বিমানে এক যাত্রী আচমকাই বিমানকর্মীদের উপর চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন। চিৎকার শুরু করে দেন তিনি। বিমান যাত্রীদের বক্তব্য, ওই ঘটনায় দোষ ছিল এক বিমান কর্মীরই। যার পর যাত্রী মেজাজ হারিয়ে চিৎকার করেছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ