Advertisement
Advertisement
Ghaziabad

একেই বলে টুরু লাভ, যুবতীর প্রেমে মজে শহরের সব গাড়ি পেট্রল পাম্পে আনছেন যুবক!

ভিডিও রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায়।

Ghaziabad Man Visited Same Petrol Pump Daily for love in Ghaziabad
Published by: Subhankar Patra
  • Posted:April 10, 2025 9:02 pm
  • Updated:April 10, 2025 9:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘তেরি আঁখো কি নমকিন মাস্তিয়া, তেরি হাসি কি বেপরওয়া গুস্তাখিয়াঁ…নেহি ভুলুঙ্গা ম্যাঁয়, জব তক হ্যায় জান, জব তক হ্যায় জান…।’ সত্যি তো কাউকে ভালোবাসলে জীবন তাঁর স্মৃতি ভোলে না। ভালোবাসার মানুষকে এক পলক দেখার জন্য যা কিছু করতে পারেন প্রেমিক বা প্রেমিকা। তবে মনে ভালো লেগে যাওয়া যুবতীকে দেখতে যা করলেন গাজিয়াবাদের যুবক তা রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায়।

গাজিয়াবাদের একটি সাধারণ পেট্রল পাম্প। প্রায় বছর খানেক আগে সেখানে তেল ভরতে গিয়ে কর্মরত যুবতীর প্রেমে পড়েন এক যুবক। ব্যস! তাঁকে আর রাখে কে? প্রতিদিন এক পলক দেখার জন্য সেখানে হাজির ‘পাগল’ প্রেমিক। তাতে নতুন কী হাজার হাজার প্রেম পাগলরাই তা করে থাকেন।

Advertisement

কিন্তু এখানেই টুইস্ট! পেট্রল পাম্প তো বাড়ির সামনের রাস্তা নয়। যেখানে ঘুরে বেড়ানো যাবে। এদিকে মনে ধরা যুবতীকে দেখতে গেলে বাইক বা গাড়িতে তেল ভরতে হবে। কিন্তু নিজের গাড়িতে কত তেল ভরবেন? উপায়ও ভেবে বার করেন যুবক। নিজের পরিচিত সবার গাড়ি, কার্যত শহরের সবার গাড়ি ওই পাম্পেই ভর্তি করছেন তিনি। কখনও বাইক, কখনও গাড়ি নিয়ে যুবতীর কাছে হাজির প্রেমিক। চুপচাপ তেল ভরেই চলে যান যুবক।

যুবতীও বোকা নন, প্রথমে আমল না দিলেও পরে তিনি বুঝে যান যুবক তার উপর ‘লাট্টু’। ভাইরাল ভিডিওটিতে তাঁকেও হাসতে দেখা গিয়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে, প্রায় প্রতিদিন বিভিন্ন গাড়ি নিয়ে হাজির যুবক। তেল ভরে দিচ্ছেন যুবতী। তাঁর মুখে কোনও বিরক্তির ছাপও দেখা যায়নি। ঋতু বদলেছে, চলেছে তাঁদের ‘প্রেমপর্ব’।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ghaziabad (@realghaziabad)

এই ভিডিও ছড়িয়ে পড়তেই নেট নাগরিকরা বলছেন, এটা এক দু’দিনের তো ব্যাপার নয়, মাসের পর মাস চলেছে। ভিডিও করা হয়েছে। মেয়েটি বিষয়টিতে আপত্তি জানানি। তাহলে ধরেই নেওয়া যায়, তিনিও যুবকের প্রেমে পড়েছেন বলে দাবি নেট নাগরিকদের। শেষ পর্যন্ত যুবক তাঁর মনের কথা বলতে পেরেছেন কি না, জানা যায়নি। তবে যুবকের নিশর্ত প্রেম মন কেড়েছে সবার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement