৯ চৈত্র  ১৪২৯  শুক্রবার ২৪ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

ধন্যি মেয়ে! ছক ভেঙে ঘোড়ায় চেপে বিয়ে করতে গেলেন কনে, ভাইরাল ভিডিও

Published by: Akash Misra |    Posted: February 9, 2022 8:12 pm|    Updated: February 9, 2022 8:13 pm

Haryana Bride On Horse, With Sword In Hand, Leads Her Baraat Video Viral | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোড়ার পিঠে চেপে বিয়ে করতে যাচ্ছে কনে। সঙ্গে ব্যান্ড পার্টি আর বরযাত্রীদের উল্লাস। এ দৃশ্য দেখে পাড়া প্রতিবেশি হতবাক। সবার মুখে একটাই প্রশ্ন, এরকম আবার হয় নাকি! কেন হবে না? নিয়ম তো ভাঙার জন্য়ই।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। আম্বালার বাসিন্দা প্রিয়া আগরওয়ালের ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল, ঘোড়ায় চেপে বিয়ে করতে যাবেন। বাবাকে সে কথা বহুবার জানিয়ে ছিলেন তিনি। বাবাও মেয়ের ইচ্ছেপূরণ করবেন ঠিক করে রেখেছিলেন। যেমন ভাবা তেমনি কাজ। বিয়ে ঠিক হতেই নিয়মে বদল। সোজা পাত্রপক্ষকে প্রিয়া জানিয়ে দিলেন, কনে যাবে বরের বাড়িতে বিয়ে করতে। বর বাবাজি প্রথমে চমকে উঠলেও, পরে অবশ্য একেবারে রাজি। ব্যস, দুই পক্ষের অনুমতিতে আম্বালা দেখল একেবারে অন্যরকমের ব্যান্ড বাজা বারাত!

[আরও পড়ুন: OMG! বাড়িতে ঢুকে মুরগি ‘খুন’ হাঁসের! সোজা থানায় গিয়ে হত্যার অভিযোগ দায়ের বৃদ্ধের ]

সংবাদ মাধ্যমকে প্রিয়া জানিয়েছেন, ”বাবার কাছে আমি কন্যা সন্তান নই। ছেলের মতো করে বড় করেছেন আমায়। আত্মবিশ্বাস জুগিয়েছে বাবা। এমনকী, যখন আইনজীবী হতে চেয়েছিলাম, পরিবারের অন্যরা যখন এই নিয়ে আমাকে নানা মন্তব্য করেছিলেন, বাবা আমার পাশে ছিলেন।” প্রিয়ার কথায়, ঘোড়ায় চেপে বিয়ে করতে যাওয়ায় অনেকের অবাক লাগতেই পারে। তবে আমার পরিবার, স্বামী ব্যাপারটা মেনে নিয়েছে, তাই আমি কারও কথা কানেই তুলব না। তবে আমার ছোটবেলার স্বপ্ন পূরণ করেছে বাবা, এটা আমার সবচেয়ে ভাল লাগার জায়গা।”

কয়েকদিন আগে তামিলনাড়ুর এক দম্পতি তাঁদের বিয়ের আয়োজন করেছিলেন ভার্চুয়াল কায়দায়। সেরকম বিয়ে এই দেশে খুব একটা দেখা যায় না। থ্রিডি এফেক্টের ব্যবহার করা হয়েছিল। আমন্ত্রিতদের চোখের সামনে ভেসে উঠেছিল সেই বিয়ে বাড়ি। শুধু তাই নয়, বিয়ে বাড়িতে উপস্থিত অতিথিদের সঙ্গে গল্প জুড়ে দিয়েছিলেন দূরপ্রান্তে থাকা আমন্ত্রিতরা। আম্বালা ও তামিলনাড়ুর এই অভিনব বিয়ে নিয়মভাঙার গল্প। হয়তো ভবিষ্যতে আরও নতুন নতুন আইডিয়া দেখা যাবে বিয়েতে।  

[আরও পড়ুন: ৮ বছর বয়সে উপন্যাস লিখে চমক মার্কিন শিশুর, বই পড়তে লাইব্রেরিতে লম্বা লাইন পড়ুয়াদের!]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে