Advertisement
Advertisement
ভেরোনিকা ডোকিউ

পড়ুয়াদের শারীরবিদ্যা শেখাতে ‘বিশেষ পোশাক’ শিক্ষিকার, প্রশংসায় নেটিজেনরা

শিক্ষিকার পোশাকে মগ্ন পড়ুয়ারাও।

Learning is fun! school teacher wears anatomy bodysuit
Published by: Subhajit Mandal
  • Posted:December 25, 2019 5:16 pm
  • Updated:December 25, 2019 5:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বইয়ে পড়া আর চোখের সামনে দেখা, এই দুইয়ের যে বিস্তর ফারাক আছে, তা এককথায় স্বীকার করে নেন শিক্ষাবিদরা। বিশেষ করে শিশুশিক্ষার ক্ষেত্রে। বইয়ে পড়ার থেকে চোখের সামনে দেখলে তাড়াতাড়ি শেখে খুদেরা। বুঝতেও অনেক সুবিধা হয়। খুদে পড়ুয়াদের এই মনস্তত্ত্বকে কাজে লাগিয়ে তাঁদের অ্যানাটমির মতো কঠিন বিষয় বোঝাতে অভিনব পদ্ধতি অবলম্বন করলেন এক শিক্ষিকা। স্কুলে তিনি গেলেন বিশেষ ‘অ্যানাটমি পোশাক’ পরে। তাঁর সেই ছবি ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল।


স্পেনের এই শিক্ষিকার নাম ভেরোনিকা ডোকিউ। দীর্ঘ ১৫ বছর ধরে শিক্ষকতার পেশায় আছেন তিনি। শিক্ষিকা হিসেবে বেশ সুনাম আছে তাঁর। মাঝে মাঝেই তাঁর শিক্ষণ ভঙ্গিতে অভিনবত্ব দেখা যায়। প্রাথমিক বিদ্যালয়ে ইতিহাস, বিজ্ঞান, ইংরেজি, স্প্যানিশ এবং সমাজবিদ্যা পড়ান ভেরোনিকা। তিনিই শিশুমনে আগ্রহ সৃষ্টির জন্য এই বিশেষ পোশাকটি পরে ক্লাসে যান। তাঁর পোশাকে শরীরের সবকটি ছোটবড় হাড়ের ছবি আঁকা আছে। সেই পোশাকের মাধ্যমেই ফুটে উঠছে অন্ত্র, পাকস্থলি, ফুসফুস, হৃৎপিন্ড ছাড়াও দেহের বিভিন্ন পেশিতন্ত্র। এই পোশাক সহজেই বুঝিয়ে দিচ্ছে আমাদের দেহের কোথায় কী অঙ্গ কেমন ভাবে রয়েছে। ভেরোনিকা নিজের পোশাকে আঁকা সেই ছবিগুলি দেখিয়ে খুদেদের অ্যানাটমি শেখান ওই শিক্ষিকা।

Advertisement

[আরও পড়ুন: বিস্ময়কর প্রতিভা! চোখ বন্ধ করেই রুবিক্‌স কিউবের রং মেলাচ্ছে অরুণাচলের বালক ]


ভেরোনিকার সেই বিশেষ পোশাকের ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তাঁর স্বামী মাইকেল। সঙ্গে তিনি লিখছেন, “আজ স্কুলে মানব শরীরের অঙ্গপ্রত্যঙ্গ সম্পর্কে ব্যাখ্যা করছিল ভেরোনিকা। ওকে স্ত্রী হিসেবে পেয়ে আমি গর্বিত।” মাইকেলের সেই পোস্ট নিমেষে ভাইরাল হয়ে যায়। ছাত্রদের অ্যানাটমি শেখানের এই অভিনব পদ্ধতি দেখে আপ্লুত নেটদুনিয়া। নেটিজেনরা ভেরোনিকাকে প্রশংসায় ভরিয়ে দিলেন।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ