Advertisement
Advertisement

Breaking News

গ্রহের মাথায় মুকুটের মতো আলোক ছটা! কী বলছেন মহাকাশ বিশেষজ্ঞরা?

বিজ্ঞানীদের নজরে 'বাদামী বামন'৷

planet crowned with a glowing aurora found wandering the galaxy, spotted using radio signals
Published by: Tanujit Das
  • Posted:August 6, 2018 9:02 pm
  • Updated:August 3, 2019 7:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৃথিবী থেকে ২০ আলোকবর্ষ দূরে ঘুরপাক খাচ্ছে বাদামী রঙের একটি বিশাল গ্রহ৷ মহাকাশে প্রেরিত রেডিও সিগন্যালের মাধ্যমে ধরা পড়েছে এর উপস্থিতি৷ অনুমান, বৃহস্পতির চেয়ে প্রায় ২০০ গুন বড় এই গ্রহ, ওজনে ১২ গুন বেশি৷ এর মাথায় রয়েছে উজ্জ্বল মুকুটাকৃতি আলোক ছটা বা অরোরা৷ এখনও যার উৎসের খোঁজ চালাচ্ছেন মহাকাশ গবেষকরা৷

[জোড়া ব্যর্থতার জের, ফের পিছলো ইসরোর চন্দ্রাভিযান]

Advertisement

গ্রহ ও নক্ষত্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত এই গ্রহকে গবেষকরা ‘বাদামী বামন’ বলে সম্বোধন করছেন৷ কারণ, এটি আকারে গ্রহের চেয়ে বড়, তবে নক্ষত্রের চেয়ে ছোট৷ আবার মাথার উপরে রয়েছে নক্ষত্রের মতো আলোক ছটা বা অরোরা৷ জানা গিয়েছে, ২০১৬-তে এই গ্রহের প্রথম সন্ধান পান বিজ্ঞানীরা৷ নিউ মেক্সিকোর ভেরি লার্জ অ্যারে টেলিস্কোপে ধরা পড়ে সেটি৷ কেবল এই গ্রহটিই নয়, সঙ্গে খোঁজ মেলে আলরও চারটি বামন গ্রহের৷ যাদের মধ্যে সবচেয়ে ছোট গ্রহটিকে চিহ্নিত করা হয় SIMP J01365663+0933473 সংকেতের সাহায্যে৷ এর উপরের তলের উষ্ণতা হল ৮২৫ ডিগ্রি সেন্টিগ্রেড, বয়স ২০০ মিলিয়ন বছর৷

Advertisement

[কাজ থেকে ‘ছুটি’ নিয়ে পিকনিকে হাতির দল, ভাইরাল ভিডিও]

এই বামন গ্রহগুলি থেকে মহাকাশ বিজ্ঞানীরা জানতে পারছেন যে, গ্রহ ও নক্ষত্রের মধ্যে কেমনভাবে নিরন্তর কাজ করে চৌম্বক শক্তি৷ জানান, মহাকাশ গবেষক ড. মেলোডিক কাও৷ তিনি আরও বলেন, ভেরি লার্জ অ্যারে টেলিস্কোপের মাধ্যমে খুব দ্রুত যে কোনও গ্রহের অবস্থান ও তার চারপাশে কাজ করা চৌম্বকক্ষেত্র সম্পর্কে আভাস পাওয়া যায়৷ ফলে মহাকাশ গবেষকরা জানতে পেরেছেন এই বামন বাদামী গ্রহের চারপাশে কাজ করছে শক্তিশালী একটি চৌম্বকক্ষেত্র৷ গ্রহের মাথায় অরোরা বা আলোকচ্ছটাও সেই চৌম্বকক্ষেত্রেরই ফল কিনা সেই বিষয়েই এখন গবেষণা চালাচ্ছেন গবেষকরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ