Advertisement
Advertisement

Breaking News

Harry Potter

রাউলিংয়ের জাদু! ৩২ টাকায় কেনা হ্যারি পটারের বই বিক্রি হল ১১ লক্ষ টাকায়!

কেন অত দামে বিক্রি হল বইটি?

Rare Harry Potter book sold for over ₹11 lakh at auction। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 14, 2023 8:40 pm
  • Updated:July 14, 2023 8:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হ্যারি পটার (Harry Potter)। বিখ্যাত বিজ্ঞাপনের ক্যাচলাইন ধার করে বলা যায় ‘সির্ফ নাম হি কাফি হ্যায়।’ হগওয়ার্টস স্কুলের পড়ুয়া থেকে ক্রমশ জাদু দুনিয়ার নায়ক হয়ে ওঠা হ্যারির জাদু আজও অব্যাহত। জে কে রাওলিংয়ের (JK Rowling) লেখা পটার সিরিজের প্রথম বই ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোজফারস স্টোন’-এর প্রথম সংস্করণের একটি কপি নিলামে বিক্রি হল ১১ লক্ষ টাকায়!

জানা যাচ্ছে, বইটি একদা একটি লাইব্রেরির জন্য কেনা হয়েছিল মাত্র ৩০ পেন্সে। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ৩২ টাকায়। বইটির প্রথম সংস্করণের প্রথম ৫০০ কপির অন্যতম এই বইটি লাইব্রেরিতে পাঠানো প্রথম ৩০০ বইয়ের একটি। ১৯৯৭ সালে প্রকাশিত সেই কপিই এবার বিক্রি হল আকাশছোঁয়া দামে, ১০ হাজার ৫০০ পাউন্ডে। ভারতীয় মুদ্রায় তা ১১ লক্ষ টাকারও বেশি। এর থেকে পরিষ্কার, আজও গোটা বিশ্বের কাছে হ্যারি পটার নাম্নী চশমা পরিহিত কিশোরটির জাদুর আবেদন কতটা তীব্র। বইটির ছত্রে ছত্রে নাকি বহু ব্যবহৃত হওয়ার ছাপ! এমনকী লাইব্রেরিতে কবে কবে তা ইস্যু হয়েছে, সেসবও দিব্যি দেখা যাচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: NCP ভাঙার ‘পুরস্কার’, মহারাষ্ট্রের ৭ গুরুত্বপূর্ণ দপ্তর অজিত পওয়ার শিবিরকে]

উলভারহ্যাম্পটন লাইব্রেরিতে থাকা বইটি প্রথমে কেনেন এক বই সংগ্রাহক। পরে তাঁর মৃত্যু হলে সেটি নিলামে তোলে রিচার্ড উইন্টারটন অকশনার্স নামের এক সংস্থা। আর সেই নিলামেই এমন দাম উঠল বইটির।

Advertisement

[আরও পড়ুন: জ্ঞানবাপী ‘শিবলিঙ্গে’র বৈজ্ঞানিক সমীক্ষা মামলার রায় ২১ জুলাই, জানাল আদালত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ