Advertisement
Advertisement
Saudi Man

এককালে পৃথিবীর সবচেয়ে ভারী মানুষ, ৫০০ কেজি ওজন কমিয়ে আজ ‘মাচো’ পুরুষ!

সৌদি রাজা আবদুল্লার চিকিৎসা করান খালিদের।

Saudi Man Loses Over 500 Kilos
Published by: Kishore Ghosh
  • Posted:August 14, 2024 6:30 pm
  • Updated:August 14, 2024 6:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই গল্প রূপকথারও বেশি। ২০০৩ সালে এই পৃথিবীর সবচেয়ে ভারী মানুষ ছিলেন সৌদি আরবের নাগরিক খালিদ বিন মোসেন শারি। ওই সময় খালিদের ওজন ছিল ৬১০ কেজি। ওই অবস্থায় টানা তিন বছর বিছানা থেকে উঠতে পারেননি যুবক। খাওয়া থেকে প্রাতঃকৃত্য সবই করতে হত বিছানাতে, অন্যের সাহায্যে। কার্যত ক্রমশ মৃত্যুর দিকে চলে যাচ্ছিলেন খালিদ। এক সময় তাঁর পাশে দাঁড়ান সৌদি রাজা আবদুল্লা। যার পর একটি জটিল চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে গোটা দুনিয়াকে চমকে দিয়ে ৫৪২ কেজি ওজন কমিয়ে ফেলেছেন ওই যুবক। এও সম্ভব?

রাজা আবদুল্লা সম্পূর্ণ বিনামূল্যে খালিদের চিকিৎসার ব্যবস্থা করেন। সৌদির জাজেনে বাড়ি যুবকের। চিকিৎসার জন্য তাঁকে রিয়াধের কিং ফাহাদ মেডিক্যাল সিটিতে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের বিশেষ ধরনের শয্যার ব্যবস্থা করা হয়েছিল। যেহেতু ৬১০ কেজির খালিদের একচুল নড়চড়ার ক্ষমতা ছিল না। ৩০ জন চিকিৎসকের একটি দল গঠন করা হয় বিরল রোগের চিকিৎসার জন্য। ডাক্তারদের পরামর্শ মতো তৈরি হয়েছিল খাদ্যতালিকা বা ডায়েট।

Advertisement

 

[আরও পড়ুন: ‘অপরাধীদের বাঁচানোর চেষ্টা হচ্ছে!’ আর জি কর কাণ্ডে বিস্ফোরক বিজেপি]

চিকিৎসকদের পরামর্শ মতো অস্ত্রোপচার, বিশেষ খাদ্যগ্রহণ, শরীরচর্চা এবং মানসিক চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছিল। এই প্রক্রিয়াতেই ধীরে ধীরে ওজন কমতে থাকে খালিদের। শেষ পর্যন্ত ৫৪২ কেজি ওজন কমাতে সক্ষম হন চিকিৎসকরা। বর্তমান সুস্বাস্থ্যের অধিকারি খালিদ। ‘ফিট ম্যানে’র ওজন এখন মোটে ৬৩ কেজি ৫০০ গ্রাম। সত্যিই এই গল্প রূপকথারও বেশি।

 

[আরও পড়ুন: রক্তাক্ত কাশ্মীর! ডোডায় তল্লাশি অভিযানে সেনা-জঙ্গি গুলির লড়াই, শহিদ সেনা আধিকারিক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement