Advertisement
Advertisement

Breaking News

Nostradamus

২০২৩ সালেই ঘটতে চলেছে এই ভয়ংকর ঘটনাগুলি! বলে গিয়েছেন নস্ত্রাদামুস

আর কী কী জানিয়ে গিয়েছিলেন বিশ্বখ্যাত এই ভবিষ্যদ্বক্তা?

These are Nostradamus predictions for 2023। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:November 23, 2022 5:06 pm
  • Updated:November 23, 2022 5:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফরাসি দার্শনিক নস্ত্রাদামুসের (Nostradamus) ভবিষ্যদ্বাণীর কথা সকলেই জানেন। তাঁর ভবিষ্যদ্বাণী বিশ্ববিখ্যাত। প্রায় পাঁচ শতক আগে নস্ত্রাদামুসের বলে যাওয়া নানা ঘটনার কথাই বাস্তবায়িত হয়েছে। অ্যাডল্ফ হিটলারের স্বৈরাচারী শাসন থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ- সবই আগেভাগে জানিয়ে দিয়েছিলেন তিনি। এবার প্রকাশ্যে এল ২০২৩ সাল নিয়ে তাঁর ভবিষ্যদ্বাণী। যা শুনলে রীতিমতো চমকে উঠতে হয়!

ভয়ংকর যুদ্ধ: নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণীর মধ্যে অন্যতম, আগামী বছরে হতে চলেছে ভয়ংকর যুদ্ধ। যা থেকে আশঙ্কা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা আরও বেড়ে তা থেকেই সৃষ্টি হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের।

Advertisement

[আরও পড়ুন: বসার আয়োজনে আপত্তি, রাজ্যকে কাঠগড়ায় তুলে রাজ্যপালের শপথে গরহাজির শুভেন্দু, পালটা তোপ কুণালের]

মঙ্গলে পা: ফরাসি এই জ্যোতিষী তাঁর বইয়ে উল্লেখ করেছেন ২০২৩ সালে মঙ্গলে এক আলোর বিন্দুর নেমে আসার কথা। যা থেকে মনে করা হচ্ছে, আগামী বছর মঙ্গলে পা রাখতে পারে মানুষ। ধনকুবের এলন মাস্ক আগেই বলেছিলেন, ২০২৯ সালের মধ্যেই মঙ্গলে পড়বে মানুষের পা। তবে নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, আগামী বছরই লালগ্রহে যাবে মানুষ।

Advertisement

নতুন পোপ: নস্ত্রাদামুসের দাবি, ২০২৩ সালে দেখা মিলবে নতুন পোপের। শুধু তাই নয়, সেই সঙ্গে তাঁর ভবিষ্যদ্বাণী এই নতুন পোপ নাকি কোনও কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে পড়বেন।
উষ্ণায়নেপ দাপট: উষ্ণায়নের দাপট সারা পৃথিবীই টের পাচ্ছে। এই পরিস্থিতিতে কোনও আশার কথা শোনাতে পারছেন না নস্ত্রাদামুস। তাঁর লিখে যাওয়া ভবিষ্যদ্বাণীতে পরিষ্কার বলা আছে, নতুন বছরে পৃথিবী আরও উত্তপ্ত হয়ে উঠবে। বাড়বে তাপমাত্রা।

বদলাবে পৃথিবীর শক্তি সমীকরণ: ২০২৩ সালে পৃথিবীর দুই প্রবল শক্তিধর দেশ পরস্পর হাত মেলাবে। এমনটাই লিখে গিয়েছেন নস্ত্রাদামুস। তাঁর দাবি, এই মেলবন্ধনের ফল খুব বেশিদিন স্থায়ী হবে না। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পশ্চিমি দেশগুলির সঙ্গে এশীয় দেশ ও রাশিয়ার সম্পর্কের সমীকরণ নিয়ে নানা সম্ভাবনা দেখা দিয়েছে। এই অবস্থায় কোনও দুই সুপার পাওয়ার হাত মেলাতে পারে, সেটাই জানতে চাইবে ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন: ‘আইনকে সম্মান করি’, সোনার দোকানে চুরির ঘটনায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মুখ খুললেন নিশীথ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ