Advertisement
Advertisement

Breaking News

Bihar Robbery

স্রেফ রাইফেলের বাট দিয়ে ৩ সশস্ত্র ডাকাতকে নাস্তানাবুদ! ভাইরাল দুই বীরাঙ্গনা কনস্টেবলের ভিডিও  

পুরস্কৃত করা হবে দুই কনস্টেবলকে, জানিয়েছে পুলিশ বিভাগ।

This 2 female police constables from thwart bank robbery attempt | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:January 19, 2023 4:21 pm
  • Updated:January 19, 2023 4:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্দান্ত সাহস ছাড়া পুলিশের কর্তব্য পালন সম্ভবই নয়। দুষ্কৃতীদের শায়েস্তা করতে সবার আগে ডাকাবুকো হতে হয়। তারই হাতেগরম উদাহরণ দিলেন বিহারের (Bihar) দুই মহিলা পুলিশকর্মী। অগ্নেয়াস্ত্র হাতে ব্যাংকে ঢুকেছিল তিন ডাকাত। ভেবেছিল দুই মহিলা কনস্টেবলকে সহজেই কাবু করা যাবে। কিন্তু উলটো কাহিনির সাক্ষী হয় ব্যাংকের সিসিটিভি ফুটেজ। ব্যাংকের টাকা লুট করা তো দূর, উলটে পুলিশকর্মীদের তাড়া খেয়ে পালায় ডাকাত দল। বিহারে এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। বিহার পুলিশের তরফে জানানো হয়েছে, দুই কনস্টেবলকে পুরস্কৃত করা হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার হাজিপুরের সেন্দুয়ারি চকের উত্তর বিহার গ্রামীণ ব্যাংকে ঘটে ঘটনাটি। সেই সময় ব্যাংকের বাইরে পাহারায় ছিলেন দুই মহিলা কনস্টেবল জুহি কুমারী এবং শান্তি কুমারী। বেলা ১১টা নাগাদ আচমকা জুহি এবং শান্তির দিকে বন্দুক তাক করে দুই দুষ্কৃতী। নিমেষে দুষ্কৃতীদের উপর পালটা ঝাঁপিয়ে পড়েন তাঁরা। ডাকাতদের হাত থেকে বন্দুক কাড়ার চেষ্টা করেন। পাশাপাশি নিজেদের রাইফেলগুলিও হাতছাড়া করেননি। খানিকক্ষণ ধস্তাধস্তির পর রণে ভঙ্গ দেয় দুষ্কৃতীর দল। শান্তি-জুহিকে ধাক্কা দিয়ে পালায় তারা। সংঘাতে আহত হলেও জুহি রাইফেল হাতে দুষ্কৃতীদের পিছনে ধাওয়া করেন।

Advertisement

[আরও পড়ুন: অন্যকে খুন করে নিজের মৃত্যুর গুজব, বিমার টাকা পেতে আজব কাণ্ড সরকারি কর্মীর]

গোটা ঘটনা ওই গ্রামীণ ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিহার পুলিশের টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয় ওই রোমহর্ষক ভিডিওটি। ক্যাপশানে লেখা হয়, “বিহার পুলিশের দুই মহিলা কনস্টেবলের বীরত্বপূর্ণ কাজ প্রশংসনীয়। তাদের সাহসিকতা বৈশালীতে ব্যাংক ডাকাতির চেষ্টাকে ব্যর্থ করেছে।” জুহি-শান্তির সাহসিকতায় মুগ্ধ হয়েছে নেটিজেন। যদিও দুই মহিলা কনস্টেবলের বক্তব্য, তাঁরা তাদের কর্তব্য পালন করেছেন।

Advertisement

[আরও পড়ুন: খোদ দিল্লি মহিলা কমিশনের প্রধানের শ্লীলতাহানি, গাড়িতে টেনে-হিঁচড়ে নিয়ে গেল মদ্যপ]

এই ঘটনায় সেন্দুয়ারি চক থানার পুলিশ আধিকারিক ওম প্রকাশ বলেন, “তিন জন দুষ্কৃতী বুধবার সকাল ১১টা নাগাদ সেন্দুয়ারিতে ব্যাংক লুটের চেষ্টা করেছিল। আমাদের মহিলা কনস্টেবলরা সাহস দেখিয়ে তাঁদের আটকে দেন। গুলি চালাতে হয়নি।” ওম প্রকাশ আরও জানান, কনস্টেবল শান্তি কুমারী ও জুহি কুমারীকে সাহসিকতার জন্য পুরস্কৃত করা হবে।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ