Advertisement
Advertisement

 দিনের ‘বিলবোর্ড’ই রাতে ফুটপাথবাসীদের খাটিয়া!

গৃহহীন অসংখ্য মানুষদের জন্যই অভাবনীয় ব্যবস্থা করল এক ম্যাট্রেস সংস্থা৷

This Incredible Invention from Pakistan Can Be a Boon for the Homeless in India Too
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 12, 2016 11:27 am
  • Updated:October 27, 2018 5:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত নামলেই  ফুটপাথে গায়ে গা লাগিয়ে শুয়ে পড়ছেন তাঁরা৷ কেউ বা আবার রাস্তার পাশের কোনও রেলিংয়ের উপর মাথা রাখছেন৷ কারও ঠাঁই কোনও বন্ধ দোকানের সামনের সিঁড়িটুকু৷ যে কোনও বড় শহরেই এ খুব চেনা দৃশ্য৷ বিছানা-বালিশ দূর অস্ত, বিরাট শহরে একটুকরো জায়গা পেলেই শান্তির ঘুম ঘুমান তাঁরা৷ এবার এই গৃহহীন অসংখ্য মানুষদের জন্যই অভাবনীয় ব্যবস্থা করল এক ম্যাট্রেস সংস্থা৷ দিনের ‘বিলবোর্ড’কেই তারা করে তুলল রাতের ‘বিলবেড’৷

কী এই ‘বিলবেড’?

Advertisement

আসলে তা বিলবোর্ডই দিনভর বিজ্ঞাপনের কাজে ব্যবহৃত হয়৷ কিন্তু এই বিলবোর্ডে ছোট্ট একটু পরিবর্তন আনতেই তা দিব্যি হযে উঠছে একটি খাটিয়া৷ সাধারণত বিলবোর্ড ‘ফিক্সড’ হয়৷ অর্থাৎ কাঠামোতে কোনও নড়ন-চড়ন হয় না৷ কিন্তু নতুন এই বিলবোর্ডগুলি ‘ফ্লেক্সিবল’৷ মূল কাঠামো ঠিক রেখে উপরের অংশটিকে প্রয়োজনে উলম্বভাবে রাখা যায়৷ আবার দরকার হলে সেটিকে রাস্তার সমান্তরালভাবেও রাখা যায়৷ এর এভাবেই বিল বোর্ডটি বিলবেডে পরিণত হচ্ছে৷

Advertisement

অভিনব এই উদ্যোগ নিয়েছে পাকিস্তানের এক ম্যাট্রেস কোম্পানি৷ ‘মাস্টার মালটি ফোম’ নামে ওই সংস্থা সে দেশে বিভিন্ন শহরে মোট ১৫০টি বিলবেড বসিয়েছে৷ যে দেশ যুদ্ধ থেকে সন্ত্রাসের প্রশ্নে বিধ্বস্ত সে দেশের মানবিক মুখটিও কম গুরুত্বপূর্ণ নয়, এ ঘটনাই তার প্রমাণ দিচ্ছে৷ অভিনব এই পদক্ষেপ নেটদুনিয়ায় ইতিমধ্যেই বাহবা কুড়িয়েছে৷ পাকিস্তানের এই মডেল অন্তত অনুসরণ করতে পারে ভারতও৷ এদেশেও বড় শহরের রাস্তা জুড়ে একই দৃশ্যের দেখা মেলে৷ এই মডেল যে বহু গৃহহীনকে মাথা গোঁজার ঠাঁই দেবে, তা বলাই বাহুল্য৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ