Advertisement
Advertisement

Breaking News

অন্য সব তাসের থেকে আলাদা রুইতনের আট, কেন জানেন?

ছবিতেই লুকিয়ে রহস্য।

this playing Card is special
Published by: Subhajit Mandal
  • Posted:November 19, 2018 9:49 pm
  • Updated:November 19, 2018 9:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকাল ট্রেনে বাদুড়ঝোলার অবস্থা। তিলধারণের জায়গা নেই। কিন্তু এসবের মধ্যেও নিত্যযাত্রীদের কেউ কেউ ঠিক তাস পেটানোর জায়গা বের করে নেন। এদের অধিকাংশই অফিসযাত্রী। কেউ মিতভাষী তো কেউ আবার মুখেন মারিতং জগত। নিজেদের বিশ্বখ্যাত তাস-খেলিয়ে বলে জাহিরও করেন অনেকে। শুধু লোকাল ট্রেন কেন, বাংলার অলিতে-গলিতে, পাড়ার রোয়াকে কিংবা চায়ের দোকানে, তাস খেলার প্রচলন কিন্তু সর্বত্র। এ হেন তাস-খেলিয়ে বঙ্গ সমাজ কি ‘রুইতনের আট’ তাসটির এই বিশেষ বিশেষত্বটি জানে? প্রশ্নটি আমরা করছি না, প্রশ্নটি আমজনতার উদ্দেশে ছুঁড়ে দিয়েছিলেন জনৈক এক নেটিজেন। তাঁর সেই টুইট এখন নেটদুনিয়ায় ভাইরাল।

[তাসে সেরা বাঙালিই! এশিয়াডে ব্রিজে সোনা জয় দুই বঙ্গসন্তানের]

Dimnond speciality

Advertisement

কিন্তু কি এমন বিশেষত্ব রুইতনের আটের। আসলে অন্য তাসের মতোই রুইতনের আটের উপরে ও নিচে ইংরেজির 8 বর্ণটি লেখা থাকে। কিন্তু শুধু উপর-নিচে নয়, তাসটিতে আরও এক জায়গায় লুকিয়ে আছে 8 বর্ণটি। কিন্তু কোথায়? খোলসা করেই বলা যাক। আসলে তাসটিকে যদি ভাল করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন মাঝখানে যে ৮টি ডায়মন্ড প্রতীক রয়েছে সেই প্রতীকগুলির মাঝখানের সাদা জায়গাগুলিকে জুড়লেই পেয়ে যাবেন ইংরেজির 8।

Advertisement

[বাটখারার পরিমাপে পরিবর্তন, বদলে যাচ্ছে আপনার ওজনও!]

Pink-নামের টুইটার প্রোফাইল থেকে প্রথম টুইটে প্রশ্নটি করা হয়। প্রশ্নটি ছিল এইরকম, রুইতনের আটের মাঝখানে একটি আট আছে সেটা আপনার কত বছর বয়সে প্রথম লক্ষ্য করেন? প্রশ্ন শুনে নেটদুনিয়া তাজ্জব। অনেকেই বললেন, এর আগে এই তাসটির বিশেষত্ব তাঁরা লক্ষ্য করেননি। কেউ কেউ আবার বলছেন, মহাবিশ্বের হাজারো রহস্যের মতো এটিই তাদের কাছে রহস্যময় ছিল।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ