Advertisement
Advertisement
Bonus

মন্দার বাজারেও মহার্ঘ ‘উপহার’, কর্মীদের ৩০ মাসের বেতন বোনাস দিল সংস্থা

ছয় মাসে দ্বিতীয়বার বোনাস দিল সংস্থা।

This Taiwan Shipping Firms Is Rewarding Workers With 30-Months' Salary As Bonus | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:June 3, 2023 6:52 pm
  • Updated:June 3, 2023 6:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আবহে গোটা বিশ্বে মালবাহী জাহাজ বা কার্গো শিপের কারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন অবস্থাতেও কর্মীদের দেখভালে বিন্দুমাত্র ত্রুটি রাখল না তাইওয়ানের (Taiwan) জাহাজ সংস্থা ইয়াং মিং মেরিন। বছরের মাঝপথে বোনাস হিসেবে ৩০ মাসের বেতন দেওয়া হচ্ছে তিন হাজারের বেশি কর্মীকে। কার্গো কোম্পানির তরফে জানানো হয়েছে, নিয়োগকারীদের সঙ্গে কথা বলার পরেই এই সিদ্ধান্ত হয়েছে।

বছরের শুরুতেই বোনাস হিসেবে বারো মাসের বেতন দেওয়া হয়েছিল ইয়াং মিং মেরিনের কর্মীদের। পাঁচ মাস কাটতে না কাটতেই ফের বোনাসের খবর। এবার আগের বারের থেকেও বেশি বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থার কর্তারা। কিছু দিনের মধ্যেই দেওয়া হবে অতিরিক্ত ৩০ মাসের বেতন। উল্লেখ্য, ইয়াং মিং মেরিনের কর্মী সংখ্যা ৩ হাজার ১০০। মঙ্গলবার সংস্থার নিয়োগকারীদের সঙ্গে মালিকপক্ষের বৈঠকের পর প্রত্যেক কর্মীকে বেতনের পাশাপাশি বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ১০ দলিত খুনে সাজা চার দশক পর, যাবজ্জীবন কারাদণ্ড ৯০-এর বৃদ্ধের]

অনেকেই অবাক হচ্ছেন। প্রশ্ন তুলছেন, বছরে দু’বার মোটা অঙ্কের বোনাস দিচ্ছে কী করে এই সংস্থা? তাইওয়ানের সংস্থাটি জানিয়েছে, কোম্পানির নিয়মের মধ্যেই রয়েছে যে একটি অর্থবর্ষের লভ্যংশের ১ শতাংশ সংস্থার কর্মীদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। অতএব, বোনাস দেওয়ার বিষয়টি খুব স্বাভাবিক ঘটনা। তথাপি মন্দার অজুহাত দিয়ে কোম্পানি যে নিজেদের প্রতিশ্রুতি থেকে সরে আসেনি, এই নৈতিকতার প্রশংসা করছে সকলে।

Advertisement

[আরও পড়ুন: ১০ দলিত খুনে সাজা চার দশক পর, যাবজ্জীবন কারাদণ্ড ৯০-এর বৃদ্ধের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ