Advertisement
Advertisement

Breaking News

Viral Video

ভালুককে তরমুজ খাওয়াচ্ছেন প্রৌঢ়! ‘অসম বন্ধুত্বে’র ভিডিওয় মজে নেটদুনিয়া

ভিডিও দেখে মজার মন্তব্য করছেন নেটিজেনরা।

Viral Video of a Man Feeds Watermelon To Giant Bear Effortlessly
Published by: Kishore Ghosh
  • Posted:September 11, 2024 6:40 pm
  • Updated:September 11, 2024 9:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতি সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে ‘মানুষখেকো’ নেকড়ের হামলায় মৃত্যু হয়েছে ৭ জনের। একই সময়ে মানুষ ও বন্যপ্রাণীর অন্য সম্পর্কের হদিশ মিলল সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে। যেখানে দেখা গিয়েছে, এক প্রৌঢ় এবং একটি বিশালকার ভালুকের ‘অসম বন্ধুত্ব’, পাশাপাশি উপুড় হয়ে শুয়ে দুজনে তরমুজ খাচ্ছে আর অজানা ভাষায় ভাবের আদানপ্রদান চালাচ্ছে। এই ভিডিও দেখে অবাক নেটিজেনরা।

মনে করা হচ্ছে, সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি রাশিয়ার। যেখানে দেখা গিয়েছে, একটি বাগানে উপুড় হয়ে শুয়ে এক প্রৌঢ়। ঠিক তার পাশে একটি বিশালাকার সাদা রঙের ভালুক। তাদের সামনে একটি প্লেট। সেখানে অনেকগুলি কাটা তরমুজের টুকরো রাখা। তরমুজের সেই টুকরো হাতে করে ভালককে খাওয়াতে দেখা গিয়েছে প্রৌঢ় ব্যক্তিকে। মাঝেমাঝে নিজেও তরমুজে কামড় বসাচ্ছিলেন তিনি।

Advertisement

 

[আরও পড়ুন: কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সমর্থক, ‘ভারত বিরোধী’ সেই মার্কিন আইনপ্রণেতার সঙ্গে সাক্ষাৎ রাহুলের]

ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে চমক দেওয়া ভিডিওটি। ৩ আগস্ট পোস্ট করা ওই ভিডিওর ১৪ লক্ষ ভিউ হয়েছে। প্রৌঢ় এবং ভালুকের বন্ধুত্ব দেখে অবাক সব্বাই। বন্যপ্রাণ এবং মানুষের এমন সম্পর্ককে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন অনেকেই। কেউ কেউ আবার মজার মজার মন্তব্য করছেন।

 

[আরও পড়ুন: নির্বাচনের আগে বিপাকে ফারুক আবদুল্লা! দুর্নীতি মামলায় নয়া অভিযোগে আদালতে ইডি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement