BREAKING NEWS

৮ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

দুই স্ত্রী, খুশি রাখতে তিনদিন করে সময় দেন স্বামী, রবিবার ‘বিশ্রাম’

Published by: Kishore Ghosh |    Posted: March 14, 2023 8:25 pm|    Updated: March 14, 2023 8:25 pm

Wives create a 'schedule' to share husband equally in Gurugram | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সতীনের সংসারে বিরাট কোন্দল হওয়ার কথা ছিল। কিন্তু হয়নি। বরং এক স্বামীর সঙ্গে সুখে সংসার করছেন দুই স্ত্রী। অথচ স্ত্রী-সন্তান থাকা সত্বেও বিয়ে করেছিলেন যুবক। ঝামেলা আদালত অবধি পৌঁছায়। তারপরেই ‘ইউ টার্ন’। বর্তমানে গুরগাঁওয়ে (Gurugram) পাশাপাশি দুই ফ্ল্যাটে মিলেমিশে দিন কাটাচ্ছেন দুই তরুণী। এর জন্য সপ্তাহ হিসেবে স্বামীকে ভাগাভাগি করে নিয়েছেন তাঁরা। কেমন সেই বন্দোবস্ত?

২০১৮ সালে পেশায় ইঞ্জিনিয়ার যুবক প্রথমবার বিয়ে করেন গোয়ালিয়রের বাসিন্দা তরুণীকে। তাঁদের এক পুত্রসন্তান হয়। মাঝে করোনা অতিমারির সময় স্ত্রী এবং ছেলেকে বাপের বাড়িতে রেখে আসেন যুবক। এই সময়েই কর্মস্থলে এক সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয়বার বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর কন্যাসন্তান জন্মায়। এদিকে প্রথম স্ত্রী এই ঘটনা জানতে পারেন। তিনি পারিবারিক আদালতে ভরণপোষণের অর্থ দাবি করে মামলা করেন। যদিও আদালতে শুনানির সময় সমঝোতার পথে হাঁটেন দম্পতি। ঠিক করা হয়, দুই স্ত্রীকে নিয়েই সংসার করবেন যুবক। উভয়কে সমান সময় দেবেন। এর ফলেই স্বামীর সময় ভাগাভাগির প্রশ্ন এসে পড়ে। কীভাবে?

[আরও পড়ুন: ‘পিকে’ নাকি? নগ্ন হয়ে শহরের রাস্তায় ঘুরলেন ব্যক্তি, প্রশ্ন করতেই দাবি, ‘আমি ভিনগ্রহী’!]

সপ্তাহের কাজের ছয়দিনকে দুইভাগ করা হয়েছে। যুবকের দুই স্ত্রী তিন দিন করে স্বামীকে কাছে পান। প্রথম তিন দিন বড় বউয়ের জন্য বরাদ্দ, দ্বিতীয় তিনদিন ছোট বউয়ের সঙ্গে সময় কাটান যুবক। এরপরেই নাকি যাবতীয় ঝগড়ঝাঁটির অবসান হয়েছে। এখানেই শেষ নয়। ৬ দিন স্ত্রীদের সঙ্গে সময় কাটানোর পর অবশিষ্ট রবিবারটি নিজের জন্য রেখেছেন যুবক। ওইদিন বিশ্রাম নেন যুবক, নিজের মতো করে সময় কাটান।

[আরও পড়ুন: ১৮ মাসের বকেয়া DA পাবেন না কেন্দ্রীয় সরকারি কর্মীরাও! সাফ জানাল মোদি সরকার]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে