সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাবে উঠে ভালো-খারাপ অনেকেরই নানা অভিজ্ঞতা হয়। কখনও কখনও তা ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। উঠে আসে খবরের শিরোনামে। এই ঘটনায় সেরকমই। ঠিক সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্য ক্যাব বুক করেছিলেন তরুণী। কিন্তু বুক হওয়ার পর চালকের নাম, ছবি দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁর। কারণ চালক অন্য কেউ নন, অফিসের তাঁর টিম লিডার। অর্থাৎ যাঁর নেতৃত্বে তিনি প্রতিদিন কাজ করেন। সেই বুকিংয়ের স্ক্রিনশটই এখন সোশাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে।
জানা গিয়েছে, এই ঘটনা বেঙ্গালুরুর। এক্স হ্যান্ডেলে ভাইরাল হওয়া এক স্ক্রিনশটে দেখা গিয়েছে তরুণী গোটা বিষয়টির বিবরণ দিয়েছেন। তাঁর কথায়, ক্যাব বুক করার তরুণী দেখেন চালক তাঁর টিম লিডার। ওই ব্যক্তিকে তরুণী জিজ্ঞাসা করেন কেন অফিসের কাজ করে তিনি ক্যাব চালাচ্ছেন। জবাবে ওই ব্যক্তি বলেন, নিছক মজার জন্যই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। একঘেয়েমি কাটানোর জন্য এই পথ বেছে নিয়েছেন।
এই পোস্ট মুহূর্তের মধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। অনেক নেটিজেনই এই ঘটনাকে মজা হিসাবেই দেখেছেন। অনেকে আবার বেঙ্গালুরুর প্রবল যানজটের কথা বিবেচনা করে ওই ব্যক্তির চালকের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। নিজের অভিজ্ঞতা নিয়ে আরেকজন লিখেছেন, ‘যখন আমি আমেরিকায় কাজ করতাম, তখন একটি বড় বহুজাতিক কোম্পানির সিইওকে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলাম। ওই ব্যক্তি বলেছিলেন যে তিনি কোনও বাধা ছাড়াই একটি হোটেলে কাজ করছেন। আমরাও সেই সময় বেশ অবাক হয়েছিলাম। ভারতে এটা বড় ব্যাপার।’ প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই মাসে মাইক্রোসফটের ৩৫ বছর বয়সী এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের একই গল্প ভাইরাল হয়। যিনি একাকীত্ব কাটাতে সপ্তাহান্তে রিকশা চালাতেন। পোস্টের ছবিতে ওই ইঞ্জিনিয়ারকে তাঁর কোম্পানির হুডি পরে রিকশা চালাতে দেখা যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.