BREAKING NEWS

১৪ জ্যৈষ্ঠ  ১৪২৭  বৃহস্পতিবার ২৮ মে ২০২০ 

Advertisement

শিশুকে চুমু খাচ্ছে বিশালাকার সাপ! ভাইরাল ভিডিও দেখে গায়ে কাঁটা নেটিজেনদের

Published by: Sayani Sen |    Posted: September 22, 2019 5:21 pm|    Updated: September 22, 2019 5:21 pm

An Images

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাপের কথা আলোচনা হলেই কি আপনার গায়ে কাঁটা দেয়? খুব ভয় পান? কিন্তু একটি শিশু তাতে ভয় পায় না। বরং তার খেলার সঙ্গীই ওই সাপ। তবে বিষধরও তাকে দিব্যি পছন্দ করেন। দিনরাত নানা ভয়ংকর খেলায় মেতে থাকে দু’জনে। অবাক লাগলেও, এটাই বাস্তব। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে দেখছেন সেই ওই ভিডিও দেখে আঁতকে উঠছেন।

[আরও পড়ুন: এই গ্রামে একসঙ্গে বাস করে সাপ ও মানুষ! কোথায় জানেন?]

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে একটি শিশু কাচের দেওয়ালে পিঠ দিয়ে বসে আছে। হলুদ রংয়ের পাইথন কাচ বেয়ে নেমে তার গায়ের উপরে পড়ল। মুহূর্তের মধ্যে শিশুর মুখের সামনে চলে আসে বিষধর সরীসৃপ। প্রিয় বন্ধুর মতো শিশুকে আদর করতে শুরু করে সাপটি। কপালে চুমুও দিতে দেখা যায় বিষধর সরীসৃপটিকে। তবে তাতে শিশুটি একটুও ভয় পায়নি। পরিবর্তে হাসিমুখে গোটা ঘটনাই উপভোগ করছে সে। মাত্র ১৭ সেকেন্ডের এই ভিডিওটি ভাইরাল হতে সময় লাগেনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিওটি। ১২ সেপ্টেম্বর পোস্ট হওয়া ওই ভিডিওটি এখনও পর্যন্ত প্রায় কুড়ি লক্ষেরও বেশি ভিউ হয়ে গিয়েছে। শেয়ার এবং লাইকের ঝড় বইছে।

ভিডিওটি দেখে বেশিরভাগ নেটিজেনই আঁতকে উঠছেন। এই ভিডিওর সত্যতা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। হলুদ রংয়ের বিশাল সাপটি এভাবে কাউকে চুমু খেতে পারে, সেই প্রশ্ন তুলতেও ভোলেননি নেটিজেনরা।

নেটিজেনদের একাংশ আবার সাপপ্রেমী। তাঁদের ভিডিওতে সাপের কেরামতি দেখতে মন্দ লাগে না। মাত্র ১৭ সেকেন্ডে এভাবে ভিডিও শেষ হয়ে যাবে তা নাকি আশাই করেননি তাঁরা।

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement