Advertisement
Advertisement

Breaking News

Panchayat Election

Panchayat Election: ‘কেন্দ্রীয় বাহিনী চাওয়া আমাদের কাজ নয়’, সুপ্রিম কোর্টে জানাল কমিশন, মঙ্গলবার শুনানি

কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে রাজ্য নির্বাচন কমিশন।

Panchayat Election: State Election Commission and WB Govt appeals at Supreme Court on deploying central force in Panchayat Election, hearing on Tuesday

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:June 19, 2023 11:32 am
  • Updated:June 19, 2023 7:37 pm

সোমনাথ রায়, নয়াদিল্লি: কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় পঞ্চায়েত ভোট (Panchayat Election) করানো নিয়ে কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। ই-ফাইলিংয়ের মাধ্যমে দায়ের করা মামলাটি সোমবার শীর্ষ আদালত (Supreme Court) গ্রহণ করেছে। মঙ্গলবার সেই মামলার শুনানি (Hearing) হবে বলে জানিয়ে দিলেন বিচারপতিরা।

সোমবার রাজ্যের হয়ে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী মীনাক্ষী অরোরা। তিনি জানান, কলকাতা হাই কোর্ট ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের সর্বত্র কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন করার নির্দেশ দিয়েছিল। রাজ্য সরকারের উদ্দেশে নির্দেশ ছিল যে কেন্দ্রীয় বাহিনী চেয়ে সারা রাজ্যে মোতায়েন করা হোক। খরচ দেবে কেন্দ্র। যার প্রেক্ষিতে শীর্ষ আদালতকে কমিশন জানায়, ‘পঞ্চায়েত ভোটে নিরাপত্তার বিষয়টুকু দেখাই কমিশনের কাজ। কেন্দ্রীয় বাহিনী চাওয়া আমাদের কাজ নয়।’ 

Advertisement

[আরও পড়ুন: মেঝেতে পাশাপাশি পড়ে মা ও মেয়ের নিথর দেহ, জোড়া মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য কেষ্টপুরে]

পঞ্চায়েতে মনোনয়ন জমা দেওয়া নিয়ে বিক্ষিপ্ত অশান্তির মাঝেই হাই কোর্টের দ্বারস্থ হয় বিরোধীরা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচনের আবেদন করা হয়েছিল উচ্চ আদালতে। সেই মর্মে প্রথমে বেশ কয়েকটি জেলাকে ‘স্পর্শকাতর’ বলে চিহ্নিত করা হয়। তবে পরবর্তী সময়ে হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ কমিশনকে নির্দেশ দেয়, ভোটের দিন রাজ্যের সর্বত্রই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রের কাছে বাহিনী চাইতে হবে। সেই ৪৮ ঘণ্টার মেয়াদ শেষ হয়েছে শনিবার। তার আগেই অবশ্য শীর্ষ আদালতে ই-ফাইলিংয়ের মাধ্যমে মামলা দায়ের করেছিল কমিশন।

Advertisement

[আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের প্রচারে ব্যস্ত, ফের ইডি দপ্তরে হাজিরা এড়ালেন মন্ত্রী মলয় ঘটক]

সোমবার সেই মামলা সুপ্রিম কোর্টে উঠলে আইনজীবী মীনাক্ষী অরোরা এই মামলার দ্রুত শুনানির আবেদনও জানান। কিন্তু শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, যেহেতু হাই কোর্টের নির্দেশমতো ৪৮ ঘণ্টা সময়সীমা পেরিয়ে গিয়েছে, তাই দ্রুত শুনানি নয়। মঙ্গলবারই এই বাহিনী মামলার শুনানি হবে। আরও দ্রুততার প্রয়োজন থাকলে হাই কোর্টেই ফের আবেদন করা যেতে পারে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ