Advertisement
Advertisement

Breaking News

Personal Finance

চাই ফিক্সড ইনকামের স্থিতিশীলতা, সঙ্গে বন্ডের সক্রিয়তা

শর্ট, মিডিয়াম বা লং, যাই-ই হোক আপনার টাইম হরাইজন, ঠিক বন্ডগুলো বেছে নেওয়াতে অসুবিধা হবে না।

How to get stability of fixed income, with bond activity

প্রতীকী

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:January 24, 2025 5:43 pm
  • Updated:January 24, 2025 5:43 pm  

বন্ড মার্কেট নিয়ে যে সমস্ত বিনিয়োগকারীর আগ্রহ আছে, তাঁরা যাতে সঠিক পথে এগিয়ে নিজেদের আর্থিক ভিত্তি মজবুত করতে পারেন, তার জন‌্য রয়েছে নির্দিষ্ট রুট ম‌্যাপ। যে বিষয়গুলো এই সম্পর্কে না জানলেই নয়, তার খোঁজ দিলেন নীলাঞ্জন দে 

ফিক্সড ইনকামে যাঁরা বিনিয়োগ করার কথা ভাবছেন, তাঁদের একাংশ ইদানিং একটু বেশি ঝুঁকি নিয়ে বন্ড মার্কেটে পা রাখতে চান। বাজারে বিভিন্ন গোত্রের বন্ড আছে, সেগুলোর মধ্যে থেকে একাধিক ভালো “পেপার” বেছে নিতে পারেন সাধারণ লগ্নিকারীরা। প্রধানত তিনটি পয়েন্ট এঁদের জন‌্য সহায়ক ভূমিকা নেবে –

Advertisement

ক। তুলনামূলক ভাবে একটু উচ্চ হারে নিশ্চিত উপার্জন (সুদ-জনিত) পাওয়ার সুযোগ পাবেন তাঁরা।
খ। মান্থলি, কোয়ার্টারলি, অ‌্যানুয়াল ইত‌্যাদি বিকল্প ব‌্যবহার করে নিজের নিয়মিত এক্সপেন্স (খরচা) বহন করতে পারবেন বিনিয়োগকারী।
গ। শর্ট, মিডিয়াম বা লং, যাই-ই হোক আপনার টাইম হরাইজন, ঠিক বন্ডগুলো বেছে নেওয়াতে অসুবিধা হবে না। সব তথ‌্য দেখে নিয়ে, নিজের হরাইজনের সঙ্গে মিলিয়ে, লগ্নি করা সোজা। উদাহরণ হিসাবে, কোনও পক্ষপাত ছাড়া আমরা আজ কথা বলছি আদিত‌্য বিড়লা ফিনান্সের বন্ড নিয়ে। সঙ্গের তালিকা দেখুন, এই সংক্রান্ত তথ‌্য নিয়েছি IIFL Securities-এর সূত্র থেকে।

১। সংস্থার নাম : আদিত‌্য বিড়লা ফিনান্স লিমিটেড
২। নূন্যতম লগ্নি : ২,১০,০০০ (১০ই জানুয়ারি তথ‌্য অনুযায়ী)
৩। ইল্ড (Yield) : ৭.৬১% বার্ষিক
৪। ম‌্যাচুরিটির তারিখ : অক্টোবর ৯, ২০৩৩
৫। পেমেন্ট হবে : বছরে একবার (ইয়ারলি)
৬। ক্রেডিট রেটিং : AAA (ইক্রা)

মনে রাখতে হবে যে তথ‌্যগুলো এরই সঙ্গে :

(ক) বন্ডের ফেস ভ‌্যালু : ১,০০০ টাকা
(খ) দীর্ঘমেয়াদী ইনভেস্টরদের জন‌্য সহায়ক
(গ) এই বন্ডটি “সিকিওরড” জাতীয়
(ঘ) গত ২০২৩ সালে এটি লিস্টেড হয়েছে
(ঙ) এই বন্ড ইক্যুইটিতে বদলানো যাবে না ম‌্যাচুরিটির সময়
(চ) বন্ডের কুপন রেট, অর্থাৎ সুদের হার, ৮.১% (তার মানে প্রতি দশ লক্ষ টাকার লগ্নির জন‌্য, আপনি সুদ হিসাবে ৮১,০০০ টাকা প্রতি বছর পাবেন।)

ক‌্যাশ ফ্লো
১। জানুয়ারি ২০২৫ : আপনার লগ্নি
: আনুমানিক ২,১০,০০০ টাকা
২। পাবেন ২০০ টি বন্ড
৩। অর্থাৎ অক্টোবর মাসে, প্রতি বছর, আপনি সুদ হিসাবে পাবেন ১৬,২০০ টাকা (ম‌্যাচুরিটি পর্যন্ত)
৪। ২০৩৩ সালের অক্টোবর আপনি ফেস ভ‌্যালু, এক্ষেত্রে দুই লক্ষ টাকা, হাতে পাবেন।

কর্পোরেট বন্ড
বিশেষ কয়েকটি বন্ডের তুলনামূলক তথ‌্য চার্টে দেওয়া হল

সর্বোচ্চ রেটিং AAA; তার নিচের রেটিং প্রাপ্ত বন্ডে লগ্নি করার যদি ইচ্ছা থাকে, তাহলে অবশ‌্যই খুব ভেবেচিন্তে করবেন। উপদেষ্টার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিন। তুলনায় কম রেটিং প্রাপ্ত (যেমন AA অথবা A) বন্ডের বাজার কিন্তু যথেষ্ট সক্রিয়। একটি ছোট তালিকা প্রস্তুত করা হল।

 

এর উল্টোদিকে আছে AAA-রেটিং প্রাপ্ত বন্ড, যেগুলোর বিষয়ে অনেকটাই নিশ্চিত হতে পারেন বিনিয়োগকারী। উদাহরণ হিসাবে উঠে আসে Axis Finance Ltd-এর প্রসঙ্গ। সংক্ষেপে :

Axis Finance Ltd.


দীর্ঘ মেয়াদী বন্ড। প্রতি দশ লক্ষ টাকার জন‌্য, আপনি পাবেন ৮৩,৫০০ টাকা (সুদ)। অ‌্যাক্সিস ফিনান্স একটি নন-ব‌্যাঙ্কিং ফিনান্স কোম্পানি। এটির ক্ষেত্রে ক্রিসিল AAA রেটিং দিয়েছে (স্টেবল আউট লুক)। অন‌্য রেটিং সংস্থা CARE-ও তাই-ই দিয়েছে।

ডিপোজিটের তুলনায় কী রকম?
অ‌্যাক্সিস ব‌্যাঙ্কের FD-র কথা কল্পনা করুন।
Fixed Deposit : 6.75%, Bond : 8.01%
তাই দশ লক্ষ টাকা যদি বিনিয়োগ করা হয়, তাহলে পাঁচ বছরে ইনভেস্টর পাবেন প্রায় ৬৩,০০০ টাকা বেশি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement