Advertisement
Advertisement
Personal Finance

মাত্র হাজারে ‘প্ল্যান’ করুন ফিক্সড ইনভেস্টমেন্ট

প্রতি মাসে কেবল হাজার টাকা বাঁচানো দিয়ে শুরু করতে পারেন ছোট বিনিয়োগকারী।

Plan for fixed investments। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:February 2, 2024 3:18 pm
  • Updated:February 2, 2024 3:18 pm

মাসপ্রতি ১০০০ টাকা জমিয়ে শ্রীরাম ফিনান্সের ফিক্সড ইনভেস্টমেন্ট প্ল‌্যানের সুবিধা নিতে পারেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। রয়েছে বেশ কিছু সুবিধা। একদিকে যেমন রয়েছে ‘ফ্লেক্সিবল’ কিস্তি, অন‌্যদিকে লগ্নিকারীদের জন‌্য রয়েছে একাধিক মেয়াদ থেকে বেছে নেওয়ার সুযোগ। জানালেন নীলাঞ্জন দে

শ্রীরাম ফিনান্স-এর ফিক্সড ইনভেস্টমেন্ট প্ল‌্যান সম্পর্কে জানেন তো?
‘ফিক্সড ইনভেস্টমেন্ট প্ল‌্যান’ নাম দিয়ে মান্থলি সেভিংস করার প্রকল্পের কথা জানাল শ্রীরাম ফিনান্স। প্রতি মাসে কেবল হাজার টাকা বাঁচানো দিয়ে শুরু করতে পারেন ছোট বিনিয়োগকারী। তাঁদের জন‌্য থাকবে একাধিক মেয়াদ। ১২ থেকে ৪৮ মাসের হওয়াও সম্ভব। এই ‘ফ্লেক্সিবল’ কিস্তির সঙ্গে থাকবে ‘ফিক্সড’ টেনিওর, যা ২৩ থেকে ৫৯ মাস পর্যন্ত হবে। সংস্থার মতে, সুদের হার ৯.২০%। 

Advertisement

[আরও পড়ুন: ভাবনায় লং টার্ম? নিশ্চিন্তে ভরসা রাখুন গভর্নমেন্ট সিকিউরিটিজে]

প্রতি মাসের হিসাবে পরিকল্পিত পদ্ধতি মেনে টাকা বাঁচানোই যদি মূল উদ্দেশ‌্য হয়, তাহলে এই প্রকল্পের কথা নির্দিষ্টভাবে চিন্তা করতে পারেন সাধারণ লগ্নিকারী। শ্রীরাম ফিনান্সের মতে, এই বিশেষ প্রকল্পটির প্রয়োজন আছে আমাদের মতো দেশে, বিশেষত যেখানে ছোট লগ্নিকারীরা একলপ্তে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করার কথা ভাবতে পারেন না।

Advertisement

যে বিষয়গুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করা দরকার–

  • সুদ : ৯.২০% পর্যন্ত হতে পারে। (শর্তাধীন)
  • ইনস্টলমেন্টের বিকল্প : ১২ থেকে ৪৮ মাস। তাই নিজের ইনভেস্টমেন্ট হরাইজনের সঙ্গে তাল মিলিয়ে লগ্নি করতে পারেন।
  • পুরোদস্তুর ডিপোজিটে পরিবর্তন করতে পারেন লগ্নিকারী যখন ম‌্যাচুরিটির সময় আসবে। আবার প্রয়োজন হলে পুরো টাকাই ম‌্যাচুরিটি হিসাবে রিডিম করা যেতে পারে।
  • সার্বিকভাবে ক্রেডিট রেটিং যথেষ্ট আশ্বস্তকর বলে মনে করেন সংস্থার কর্তৃপক্ষ। ICRA (AA+) Stable রেটিং এখানে প্রাসঙ্গিক।
  • রেটের তালিকা :     

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ