Advertisement
Advertisement

Breaking News

Kumari Puja

আদ্যা মায়ের মন্দিরে ২০০০ কুমারীকে পুজো, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের

দূর-দূরান্তের মানুষও শামিল এই উৎসবে।

বৃহস্পতিবার আদ্যাপীঠের আদ্যামা প্রাপ্তির ১০৯ তম বর্ষ উপলক্ষে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ আদ্যাপীঠের উদ্যোগে পুজো করা হল প্রায় ২০০০ কুমারীকে।

শুধু সংলগ্ন এলাকা নয়, দূর-দূরান্ত থেকে এসেছিল কুমারীরা। দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছিল।

এদিন আশ্রমের আবাসিক কুমারীদেরও এদিন পুজো করা হয় বালিকাশ্রমে। পুজো শেষে কুমারীদের ফল, মিষ্টি ও নানারকম প্রসাদ দেওয়া হয়।

রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সাধারণ সম্পাদক ব্রহ্মচারী মুরাল ভাই জানান, কুমারী রূপে আদ্যা মাকে পুজো করার রীতি চলে আসছে বহুদিন ধরে।

কুমারী পুজো ঘিরে এদিন আদ্যাপীঠে ছিল রীতিমতো উৎসবের মেজাজে।