Advertisement
Advertisement
Aamir Khan

ধুমধাম করে মায়ের জন্মদিন পালন করলেন আমির, এলেন না শুধু…

আমিরের দুই প্রাক্তন স্ত্রী ছিলেন এই সেলিব্রেশনে।

মা জিনাত হুসেনের ৯০তম জন্মদিন ধুমধাম করে পালন করলেন আমির খান। এলাহি এই আয়োজনে দুশোরও বেশি নিমন্ত্রিত ছিল।

পরিবারের সদস্যদের পাশাপাশি কাছের বন্ধুদেরও ডেকেছিলেন আমির। ছিলেন অভিনেতার দুই প্রাক্তন স্ত্রী রীণা দত্ত ও কিরণ রাও।

আমিরের সঙ্গে খুবই ভালো সম্পর্ক আশা পারেখ ও জুহি চাওলার। দুই অভিনেত্রীকেই দেখা যায় এই সেলিব্রেশনে। কাটা হয় সুন্দর কেক।

কিন্তু এত আয়োজনেও আমিরের পরিবারের এক সদস্যকে কোনও ছবিতে দেখা গেল না। তিনি আমির খানের ভাই ফয়জল খান।

বলিউডের কয়েকটি ছবিতে ফয়জল অভিনয় করেছেন। কিন্তু সাফল্য পাননি। বরং বিতর্কে একাধিকবার জড়িয়েছেন। আমির তাঁকে গৃহবন্দি করে রেখেছিলেন, এমন অভিযোগ ছিল ফয়জলের।

শোনা যায়, আমির ও তাঁর বাবা তাহিরের মধ্যে ফয়জলের কাস্টডি নিয়ে আইনি লড়াইও হয়েছিল। পরে নাকি আদালত তাহির হুসেনের পক্ষে রায় দেয়। ছবি: সংগৃহীত।