Advertisement
Advertisement

Breaking News

Abhishek Banerjee

ব্রিগেডে সব ঠিক আছে তো? নিজে হেঁটে র‌্যাম্প পরীক্ষা করলেন অভিষেক

Advertisement

রাত পোহালেই তৃণমূলের জনগর্জন সভা। প্রস্তুতি খতিয়ে দেখতে ব্রিগেডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রীতিমতো মানচিত্র মিলিয়ে দেখে নিলেন অভিনব র‌্যাম্পের প্রস্তুতি।

শনিবার বিকেল ৪টে নাগাদ ব্রিগেডে পৌঁছন অভিষেক। ততক্ষণে সেখানে ভিড় জমান ছাত্র-যুব নেতানেত্রীরা।

এবারের সভায় অভিনব মঞ্চ তৈরি করা হয়েছে। মূল মঞ্চ থেকে লম্বা র‌্যাম্পে হেঁটে মানুষের মাঝে পৌঁছে যাবেন মমতা, অভিষেক।

শনিবার সেই র‌্যাম্পেও নিজে হেঁটে পরীক্ষা করে দেখে নেন অভিষেক। তার পর কর্ডলেস মাইক্রোফোন হাতে নিয়ে আওয়াজ পরীক্ষা করেন।

মূল মঞ্চের পটভূমিতে থাকছে বিশাল ‘এলইডি ডিসপ্লে বোর্ড’। এরকম তিনটি দেওয়াল থাকবে। তার নিচে লেখা, ‘জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন— তৃণমূলই করবে অধিকার অর্জন’।

মোট তিনটি মঞ্চ হয়েছে ব্রিগেডে। বড় মঞ্চের দুপাশে তুলনামূলক ছোট দু’টি মঞ্চ। সামনে আরও দু’টি ছোট মঞ্চ।

সামনের ছোট মঞ্চে সভার শুরুতে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে তৃণমূলের তরফে জানানো হয়েছে। থাকছে প্রায় দেড় হাজার লাউডস্পিকার।