খোল, দ্বার খোল/ লাগল যে দোল...! রাত পোহালেই দোলযাত্রা। তবে আগেভাগেই বিভিন্ন জায়গায় প্রাক দোল উৎসবে মাতলেন সকলে।
রবিবার সকালে কলকাতা ও শহরতলির বিভিন্নপ্রান্তে আয়োজিত হল বসন্ত উৎসব। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আবির রঙিন হলেন আমজনতা।
দোলের আগেই বিভিন্ন রঙে রঙিন হয়ে উঠল পথ ঘাট। কেউ আবির, কেউ আবার পিচকারি নিয়ে নামলেন রাস্তায়।
কলকাতার এক পার্কে বড়দের সঙ্গে খুদেদেরও দেখা গেল প্রাক দোল উদযাপন করতে।
তবে আগেভাগে উদযাপন হলেও তিথি মতে আগামিকাল অর্থাৎ সোমবার দোল। তাই সব জায়গায় চলছে ন্যাড়াপোড়ার প্রস্তুতি।
শহর থেকে জেলা, সর্বত্র রঙের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। ভিড় করছেন আট থেকে আশি সকলে। যতই হোক, দোল বলে কথা!
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.