Advertisement
Advertisement

Breaking News

Zaheer Iqbal

চাবুক শরীর, শার্টলেস ছবিতে নেটপাড়ায় ঝড় তুলতে ওস্তাদ সোনাক্ষীর ‘হবু বর’ জাহির

বি-টাউনে জোর গুঞ্জন, আগামী ২৩ জুনই বিয়ে দুজনের।

চাবুক শরীর। মেদের লেশমাত্র নেই। শার্টলেস ছবিতে সোশাল মিডিয়া মাতিয়ে দেন সোনাক্ষী সিনহার মনের মানুষ জাহির ইকবাল। বি-টাউনে জোর গুঞ্জন, আগামী ২৩ জুনই বিয়ে দুজনের।

বলিউডে জাহিরের অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ সলমন খানের হাত ধরে। ছোটবেলা থেকেই ভাইজানের খুব কাছের তিনি। আবার সোনাক্ষীরও প্রথম সিনেমা সলমনের সঙ্গেই।

যদিও জাহিরের কেরিয়ারে সিনেমা সংখ্যা মাত্র দুই। সলমন খানের প্রযোজনাতেই 'নোটবুক' সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। বিপরীতে ছিলেন মনীশ বহেলের মেয়ে তথা নূতনের নাতনি প্রনূতন বহেল।

২০২২ সালে মুক্তি পায় 'ডাবল এক্সএল'। এই সিনেমায় সোনাক্ষীর নায়ক ছিলেন জাহির। যদিও তার আগে থেকেই দুজনের প্রেমের জল্পনা শোনা যাচ্ছে।

নিজেদের প্রেম নিয়ে বিশেষ লুকোছাপা করেননি সোনাক্ষী ও জাহির। একাধিকবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। আবার একসঙ্গে ঘুরতে যাওয়ার ছবিও পোস্ট করেছেন।

শোনা যায়, জুয়েলারি-সহ বেশ কয়েকটি ব্যবসা রয়েছে জাহিরের বাবার। রণবীর কাপুর অভিনেতার স্কুলের সিনিয়ার ছিলেন। তাঁর এক বোন আবার সেলিব্রিটি স্টাইলিস্ট। ছবি: ইনস্টাগ্রাম।