Advertisement
Advertisement
Athiya Shetty

মেহেন্দি অনুষ্ঠানে দিদিমার কানের দুল, বাবার সঙ্গে নাচ, দেখুন রাহুল-আথিয়ার বিয়ের নানা ছবি

শুধু লেহেঙ্গা নয়, বিয়ের আরেকটি আচার পালনের সময় আথিয়াকে দেখা গিয়েছে শাড়িতেও।

১০

মুম্বইয়ের ফার্মহাউসে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে চারহাত এক হয়েছে কেএল রাহুল ও আথিয়া শেট্টির। নতুন সংসার বাঁধলেন ক্রীড়া ও বিনোদুনিয়ার দুই লাভবার্ড। তাঁদের বিয়ে নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। মেহেন্দি থেকে সংগীত, গায়ে হলুদ থেকে বিবাহ অনুষ্ঠান, কীভাবে সাজলেন বর ও কনে, কী কী করলেন, এসব নিয়ে তি কৌতূহলী ছিলেন অনুরাগীরা। তাঁদের কৌতূহল দূর করে সোশ্যাল অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি পোস্ট করলেন রাহুল, আথিয়া, সুনীল শেট্টিরা।

১০

গত ২৩ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন রাহুল ও আথিয়া। তার আগে মেহেন্দির অনুষ্ঠানেও আথিয়ার থেকে চোখ ফেরানোই দায় হয়ে উঠেছিল। ডিজাইনার অঞ্জুল ভান্ডারির তৈরি প্যাস্টেল চিকনকারি লেহেঙ্গায় সেজেছিলেন তিনি। তাঁর সাজকে আরও আকর্ষণীয় করে তুলেছিল তাঁর দিদিমার চাঁদবালি কানের দুল জোড়া।

১০

গায়ে হলুদের অনুষ্ঠানেও হালকা তসর রঙের লেহেঙ্গা ছিল আথিয়ার পরনে। মাথার লম্বা টিকলিতেই মোহময়ী হয়ে উঠেছিলেন বলিউডের অভিনেত্রী।

১০

তবে শুধুই লেহেঙ্গা নয়। বিয়ের আরেকটি আচার পালনের সময় আথিয়াকে দেখা গিয়েছে শাড়িতে। ডিজাইনারের তৈরি সোনালি রঙের শাড়ি ও রানি রঙের ব্লাউজেও দারুণ দেখাচ্ছিল তাঁকে। সামনে এসেছে সেসব ছবিও।

১০

২২ জানুয়ারি, অর্থাৎ বিয়ের ঠিক আগের দিন আথিয়ার মেহেন্দি অনুষ্ঠানে হাজির ছিল তাঁর ও ভারতীয় তারকা রাহুলের পরিবার। তাঁর সঙ্গেও নাচ-গানের মধ্যে দিয়ে সময় কাটান আথিয়া।

১০

মুম্বইয়ের খান্ডালায় সুনীল শেট্টির ফার্মহাউসে বিয়ের আসর কেমন জমে উঠেছিল, এই ছবিতেই যেন তা স্পষ্ট। ব্যান্ড পার্টির তালে প্রাণ খুলে নাচলেন বর ও কনে।

১০

মেয়ের বিয়ে বলে কথা। গানের তালে বাবা পা মেলাবেন না, তাও কি হয়? বাবা সুনীল শেট্টি নিজেই আথিয়ার সঙ্গে নাচের ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, "ছোট থেকে আমাকে নিজের আঙুলে করে ঘোরাচ্ছিস। আর আজ তোর বিয়েতে নাচলামও। খুব ভালবাসি তোকে। ঈশ্বর তোর মঙ্গল করুন।"

১০

মা-বাবাকে বিদায়ের মুহূর্ত। অনামিকা খান্নার ক্রিয়েশনে বিয়েতে সেজে ওঠা আথিয়ার জন্য এই মুহূর্ত ছিল অত্যন্ত আবেগঘন। মা-বাবাকে জড়িয়ে ধরেন তিনি। মেয়ের গায়ে চুমু খেয়ে ভবিষ্যতের জন্য শুভকামনা জানান সুনীল শেট্টি।

১০

দীর্ঘদিন ধরে প্রেম করলেও লোকসমক্ষে নিজেদের সম্পর্কের কথা মেনে নিতে অনেকদিন সময় নিয়েছিলেন রাহুল ও আথিয়া। অবশেষে সেই প্রেমের সম্পর্ক বদলে গেল পরিণয়ে।

১০ ১০

আগেই সামনে এসেছিল রাহুল ও আথিয়ার বিয়ের নানা ছবি। শুধু ছবিই নয়, কারা আমন্ত্রিত ছিলেন, কোন ভিআইপি অতিথি কী উপহার দিলেন, সেসব খবরও সামনে আসে। যদিও সুনীল শেট্টি দাবি করেন, উপহার সংক্রান্ত যেসব খবর ছড়িয়ে পড়েছে, তা ভুয়ো।