Advertisement
Advertisement

জীবনের নতুন ইনিংস, ক্রিকেটারের সঙ্গেই গাঁটছড়া বাঁধলেন ঋতুরাজ গায়কোয়াড়

পাত্রীটি কে জানেন?

২২ গজ থেকে জীবনের পিচে নতুন ইনিংস। বিয়ে করলেন চেন্নাই সুপার কিংস, এবং ভারতীয় দলের ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড়।

দীর্ঘদিনের বান্ধবী উৎকর্ষা পওয়ারের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ভারতীয় দলের ওপেনার। শনিবার রাতে মহাবালেশ্বরে বসে বিয়ের আসর।

ঋতুরাজের স্ত্রী উৎকর্ষাও একজন ক্রিকেটার। মহারাষ্ট্রের মহিলা দলে খেলেন তিনি। ২৪ বছর বয়সি এই মহিলা ক্রিকেটার ডানহাতি মিডিয়াম পেসার। ২০২১ সালে তিনি লিস্ট এ ক্রিকেটও খেলেছেন।

আপাতত পুণেতেই থাকেন উৎকর্ষা। ক্রিকেটের পাশাপাশি ইনস্টিটিউট অফ নিউট্রিশন অ্যান্ড সায়েন্সে পড়াশোনাও করছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয় তিনি।

দু'জনকে একসঙ্গে দেখা গিয়েছিল আইপিএল ফাইনালে। আইপিএল ট্রফি জয়ের পর উৎকর্ষা মহেন্দ্র সিং ধোনির পা ছুঁয়ে প্রণামও করেন।

ঋতু এবং উৎকর্ষার প্রেম দীর্ঘদিনের। বিয়ে করার জন্য জাতীয় দল থেকে ছুটিও নেন ঋতুরাজ।

জাতীয় দলের নিয়মিত সদস্য না হলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্ট্যান্ড-বাইদের মধ্যে ছিলেন তিনি।