বি-টাউনের চর্চায় আচমকাই লারিসা বনেসি। সৌজন্য শাহরুখপুত্র আরিয়ান খান। বলিপাড়ায় জোর গুঞ্জন, ব্রাজিলিয়ান এই সুন্দরীর প্রেমে পড়েছেন কিং খানের বড় ছেলে।
বলিউডে বহু আগেই পা রেখেছেন লারিসা। তাঁকে নাকি ভারতে প্রথম নিয়ে আসেন জনপ্রিয় গায়ক গুরু রান্ধাওয়া। মুম্বইয়ে মডেল হিসেবে তাঁর জনপ্রিয়তা রয়েছে। একাধিক বিজ্ঞাপনেও কাজ করেছেন লারিসা।
অক্ষয় কুমার ও জন আব্রাহমের 'দেশি গার্লস', সইফ আলি খানের সঙ্গে ‘গো গোয়া গন’ ছবিতে অভিনয় করেছেন লারিসা। টাইগার শ্রফ, সুরজ পাঞ্চোলির সঙ্গেও কাজ করেছেন তিনি।
আরিয়ানের আগে নাকি লারিসার রূপে মুগ্ধ হয়েছিলেন তেলুগু স্টার সাই তেজ। সম্পর্কে চিরঞ্জীবীর ভাগ্নে সাই। রামচরণ ও বরুণ তেজের ভাই। 'থিক্কা' সিনেমায় সাইয়ের নায়িকা ছিলেন লারিসা।
অভিনয়, মডেলিংয়ের পাশাপাশি ইনস্টাগ্রামেও দারুণ জনপ্রিয় লারিসা। তাঁর ফলোয়ার সংখ্যা লক্ষাধিক। আরিয়ানের নাম জড়ানোর পর থেকে লারিসার ফলোয়ারের সংখ্যা আরও বাড়ছে। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.