বেশ কিছুদিন ধরেই বচ্চন পরিবারের ভাঙনের জল্পনা শোনা যাচ্ছিল। তবে হোলির দিনটা অমিতাভ, জয়া, অভিষেকদের একসঙ্গেই কাটল।
নিজের বাড়িতে হোলি পার্টির আয়োজন করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রথমে পুজো সারেন অভিনেত্রী। তার পর রং খেলা শুরু হয়। এসেছিলেন চৈতি ঘোষাল। ছবি - শুভজিৎ মুখোপাধ্যায়।
কসবা সমন্বয়ে দোল উৎসব পালন করলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। নাচে-গানে রং খেলায় মেতেছিলেন তারকা। ছবি - শুভজিৎ মুখোপাধ্যায়।
দোলের দিন রোম্যান্টিক মুডে পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। 'আহা আজি এ বসন্তে!' ক্যাপশনে লিখে পোস্ট করেছেন ছবিটি।
ঘরোয়া মেজাজে দোল উৎসব পালন করলেন পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিল যুবান।
নীল রং ভীষণ প্রিয়। এমনই মনে হচ্ছে অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন ও মিমি চক্রবর্তীকে দেখে। বেশ মজা করেছেন তিনজন।
রঙের উৎসব মানেই প্রিয় মানুষকে রাঙিয়ে দেওয়ার পালা। তাই তো ভালোবাসার রঙে একে অন্যকে রাঙিয়ে দিয়েছেন যশ-নুসরত।
লাল-সবুজে স্ত্রী লিন লাইশরামকে রাঙিয়ে দিয়েছেন রণদীপ হুডা। পোস্ট করেছেন এই আদুরে ছবি।
সদ্য বিয়ে করেছেন। স্ত্রী কৃতী খরবন্দাকে চোখে হারাচ্ছেন পুলকিত সম্রাট। মিষ্টি চুমুতে ভালোবাসা জাহির করলেন অভিনেতা। ছবি- ইনস্টাগ্রাম
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.