আগামী সোমবার রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দু'দিনের সফরে রয়েছে একগুচ্ছ কর্মসূচি। ছবি: অমিত ঘোষ।
সোমবার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যাবেন রাষ্ট্রপতি। শনিবার থেকে সেজে উঠছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাস্তুভিটা। আঙিনায় চলছে আলপনা দেওয়ার কাজ। ছবি: অমিত ঘোষ।
রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরের ধুলো ঝেড়ে চলছে আঁকাআঁকি। সাজানো হচ্ছে গর্ভগৃহও। ছবি: অমিত ঘোষ।
সোমবার সায়েন্স সিটি, নেতাজি ভবন যাবেন রাষ্ট্রপতি। বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাঁকে সংবর্ধনা জানাবে রাজ্য সরকার। ছবি: অমিত ঘোষ।
২৮ মার্চ, মঙ্গলবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন উৎসবে আমন্ত্রিত রাষ্ট্রপতি। ওইদিন শান্তিনিকেতন যাওয়ার আগে তিনি যাবেন বেলুড় মঠে।
মঙ্গলবারই বিশ্বভারতীর অনুষ্ঠান সেরে দিল্লি ফিরে যাওয়ার কথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.