সব খেলার সেরা ফুটবল। বাঙালিদের জীবনে সিনেমার গানের এই লাইন যে কতখানি সত্যি, তা টের পাওয়া যায় ফুটবল বিশ্বকাপ এলেই। ব্রাজিল, আর্জেন্টিনার পতাকায় সেজে উঠেছে কলকাতার প্রতিটি পাড়া।
বাঙালির মনে জায়গা করে নিয়েছেন মেসি-নেইমাররা। প্রিয় তারকার ছবিতেই নিজেদের বাড়ি সাজিয়ে তুলেছেন ফুটবলপ্রেমীরা। অংশগ্রহণকারী দেশের পতাকা, মেসি-নেইমারের ছবি এঁকেছেন দেওয়ালে।
বাঙালি মানেই ফুটবল। বিশ্বকাপের সময়ে বল নিয়ে নানা কসরত তো লেগেই থাকে। ফুটবল খেলায় শক্তির চেয়ে আজও শিল্পকেই এগিয়ে রাখে বাঙালি ফুটবলপ্রেমী।
কলকাতার আকাশে উড়ল বিশ্বকাপের ফানুস। ঢাউস ফুটবলের মধ্যে সব দেশের পতাকা এঁকে তৈরি করা হয়েছে বিশ্বকাপের বিশেষ ফানুস।
রঙ বেরঙের পতাকার সঙ্গে বিশ্বকাপের লোগো নিয়েই এই ফানুস আকাশে উড়ে গেল। রাজনৈতিক সীমানা পেরিয়ে খেলার মাধ্যমেই একতা বজায় রাখার বার্তা দিল এই ফানুস।
শেষ বিশ্বকাপ খেলতে নামবেন কিংবদন্তি লিওনেল মেসি। মারাদোনার পরে দেশবাসীকে কি কাপ জয়ের স্বাদ দিতে পারবেন তিনি? প্রশ্ন সকল ফুটবলপ্রেমীর। নীল-সাদা পতাকার পাশেই জায়গা করে নিয়েছে নেইমারের সবুজ-হলুদ পতাকাও।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.