Advertisement
Advertisement

ভোট দিয়ে মায়ের সঙ্গে সেলফি রাহুলের, ভোটাধিকার প্রয়োগ রাষ্ট্রপতি-উপরাষ্ট্রপতির

ষষ্ঠ দফায় লুটিয়েন্স দিল্লির বাসিন্দা নেতানেত্রীদের অনেককেই দেখা গেল ভোটের লাইনে।

ষষ্ঠ দফায় ভোট হচ্ছে রাজধানী দিল্লিতে। লুটিয়েন্স দিল্লির বাসিন্দা নেতানেত্রীদের প্রত্যাশিতভাবে দেখা গেল ভোটের লাইনে। ভোট দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ছবি: পিটিআই।

এদিন সাতসকালে ভোট দিয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। সঙ্গে ছিলেন স্ত্রী সুদেশ ধনকড়ও। ছবি: পিটিআই।

ভোট দিয়ে মায়ের সঙ্গে সেলফি তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার রাহুলদের কেন্দ্রে প্রার্থী নেই কংগ্রেসের। সম্ভবত ইন্ডিয়া জোটের আপ প্রার্থীকেই ভোট দিয়েছেন গান্ধীরা। ভোট দেওয়ার পর রাহুল গান্ধী বলেন, "নিজের পরিবারের কথা ভেবে ভোট দিন। ছবি: পিটিআই।

সপরিবারের ভোট দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। প্রিয়াঙ্কার ছেলে রাইয়ান এবং মেয়ে মিরাইয়া বঢরাও ভোট দিয়েছেন। ছবি: পিটিআই।

রাহুল গান্ধী যেমন আপকে ভোট দিয়েছেন। তেমনি সপরিবারে কংগ্রেস প্রার্থীকে ভোট দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ছবি: পিটিআই।

মোদি সরকারের মন্ত্রীদের মধ্যে এদিন ভোট দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দেশে শক্তিশালী সরকার গঠনের লক্ষ্যে ভোটদানের আহ্বান জানিয়েছেন তিনি। নিজের কেন্দ্রে প্রথম পুরুষ ভোটার হিসাবে ভোট দিয়েছেন তিনি। ছবি: পিটিআই।

দিল্লির প্রাক্তন সাংসদ তথা কেকেআর মেন্টর গৌতম গম্ভীর এদিন নিজের কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। কেকেআর থেকে একবেলার ছুটি নেন গম্ভীর। ছবি: পিটিআই।