Advertisement
Advertisement
Mamata Banerjee

হাবড়ার সভায় খুদেকে আদর মমতার, CAA কী? স্পষ্ট করতে দেখালেন নিজের লেখা বই

এদিনের সভায় ছিলেন কাকলী ঘোষ দস্তিদার, অদিতি মুন্সি-সহ অন্যন্যরা।

সোমবারই দেশজুড়ে লাগু হয়েছে সিএএ। এই পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনার হাবড়ায় প্রশাসনিক সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন একাধিক সরকারি প্রকল্পের সুবিধা আমজনতার হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। কথা বলেন তাঁদের সঙ্গে। শোনেন সুবিধা-অসুবিধার কথা।

অন্যান্য দিনের মতোই এদিনও চেনা মেজাজে ধরা দিলেন মমতা। খুদেকে কোলে নিয়ে আদরে ভরিয়ে দিলেন তিনি। দিলেন উপহার।

সভা থেকে সিএএ-এর বিরোধিতায় সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করেন, কেন্দ্র মানুষের নাগরিকত্ব ছিনিয়ে নিতে চাইছে। ভোটের আগে সিএএ-কে গুটি হিসেবে ব্যবহার করছে।

হুঙ্কার ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, তিনি কারও নাগরিকত্ব কাড়তে দেবেন না। নিজের জীবন দিয়ে সকলকে রক্ষা করবেন। কেউ সিএএ-এর আবেদন করলেই তিনি বাংলায় অনুপ্রবেশকারী হয়ে যাবেন বলেও দাবি করেন তিনি।

এখানেই শেষ নয়, এদিন নিজের লেখা নাগরিকত্বের আইন বইটি সকলের সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বোঝানোর চেষ্টা করেন, সিএএ আদতে ঠিক কী।