Advertisement
Advertisement

Breaking News

স্বাধীন ভারতের সমৃদ্ধির প্রতীক নতুন সংসদ! দেখে নিন অন্দরসজ্জা

রইল সংসদের খুঁটিনাটি সব তথ্যও।

রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি বলছে, স্বাধীন ভারতের সমৃদ্ধির নিদর্শন হয়ে থাকবে এই সংসদ ভবন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সামগ্রী এনে তিলে তিলে গড়া হয়েছে গণতন্ত্রের এই পীঠস্থান।

২০২০ সালের ডিসেম্বর মাসে সেট্রাল ভিস্তা প্রকল্পের অধীনে নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রায় ৯৭১ কোটি টাকা ব্যয়ে ১২২৪ আসন বিশিষ্ট সংসদ ভবনটি তৈরি হয়েছে। নতুন সংসদ ভবনের গ্রন্থাগার থেকে শুরু করে বৈঠক কক্ষ সব জায়গাতেই অত্যাধুনিক দৃশ্য-শ্রাব্য প্রযুক্তির ব্যবহার করা হয়েছে।

৮৮৮টি আসন বিশিষ্ট লোকসভার অন্দরসজ্জার থিম জাতীয় পাখি ময়ূর। আবার ৩৮৪টি আসন বিশিষ্ট রাজ্যসভার অন্দরসজ্জা করা হয়েছে পদ্ম থিমের উপরে।

ভবনের ভিতরে থাকা আসবাব তৈরি হয়েছে সেগুন কাঠ দিয়ে। যা এসেছে মহারাষ্ট্রের নাগপুর থেকে। আসবাবগুলি তৈরি হয়েছে মুম্বইয়ে।

রাজস্থানের উদয়পুর থেকে এসেছে কেশরিয়া সবুজ পাথর, আজমেঢ়ের কাছে লেখানগর থেকে লাল গ্র্যানাইট ও আম্বাজি থেকে শ্বেতপাথর। পাথরের ‘জালি’র কাজগুলি রাজস্থানের রাজনগর এবং উত্তর প্রদেশের নয়ডা থেকে এসেছে। ভবনের ‘ফলস সিলিং’-এর ইস্পাতের কাঠামো দমন ও দিউয়ের।

গুজরাটের আহমেদাবাদ থেকে আনা হয়েছে পিতল। তা দিয়ে সংসদ ভবন সেজে উঠেছে অপরূপ কারুকাজে ভবন নির্মাণের বালি আনা হয়েছিল হরিয়ানার চরখি দাদরি থেকে। ইট এসেছিল হরিয়ানার পাশাপাশি উত্তরপ্রদেশ থেকেও। উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে এসেছে কার্পেট।

যদিও পশ্চিমবঙ্গ-সহ আরও বেশ কয়েকটি রাজ্যের কোনও উপকরণ নতুন সংসদ ভবন নির্মাণে কাজে লাগেনি বলেই সূত্রের খবর।