Advertisement
Advertisement
Narendra Modi

হাতে ত্রিশূল, ফুলমালায় ঢাকা মুখ, বারাণসীতে অন্য অবতারে প্রধানমন্ত্রী

কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে বারাণসীতে লোকসভার প্রচার শুরু মোদির।

সকালে তিনি ছিলেন অসমের কাজিরাঙায়। সেখান থেকে অরুণাচল প্রদেশের ইটানগর, বাংলার শিলিগুড়ি হয়ে বারাণসী। একদিনে চার রাজ্যে ঘুরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বারাণসীতে গিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী। মালার আবরণে ভিন্ন এক রূপে দেখা গেল প্রধানমন্ত্রীকে।

কাশী বিশ্বনাথ মন্দিরে সব উপাচার মেনে পুজো দিলেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

২০২১ সালের ১৩ ডিসেম্বর মোদিই এই কাশী বিশ্বনাথ করিডরের উদ্বোধন করেছিলেন। এদিন তাঁর আগমনের আগে গোটা মন্দির চত্বর সাজানো হয়েছিল।

সন্ধ্যায় মহেশ্বরের আরাধনা করে তিনি মন্দিরের বাইরে আসেন। হাতে ত্রিশূল, গলায় ফুলের মালা। অন্য অবতারে সত্যিই 'হিন্দু হৃদয় সম্রাট' মনে হচ্ছিল প্রধানমন্ত্রীকে।

বারাণসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের লোকসভা কেন্দ্র। ২০১৪ সালে প্রথমবার বারাণসীতে নির্বাচিত হন প্রধানমন্ত্রী। এবারে তৃতীয়বারের জন্য কাশীধামে প্রার্থী হয়েছেন প্রধানমন্ত্রী।