Advertisement
Advertisement
Holi festival

বসন্ত উৎসবে মুছল রঙের বিভেদ, দোলের দিনে ভিন্ন মুডে প্রচারে প্রার্থীরা

নিজের পাড়ায় রং খেলতে দেখা গেল সব দলের নেতা-নেত্রীদের।

ভোটের আবহে বসন্ত উৎসব। আর উৎসব মানেই রাজনীতিতে অভিধানে তা 'জনসংযোগ'। নির্বাচনের প্রাক্কালে বিশেষ এই দিনে রঙের উৎসবে মেতে উঠলেন নেতা নেত্রীরা। সকাল থেকে নিজের পাড়ায় রং খেলতে দেখা গেল সব দলের নেতা-নেত্রীদের। রথ দেখা কলা বেচার মতোই দোল খেলা ও প্রচার একত্রে সারলেন প্রার্থীরা। তৃণমূল, বিজেপির, সিপিএম ও কংগ্রেস বাদ গেল না কেউই।

সোমবার সকাল থেকে দোলের রঙে রঙিন হয়ে জনসংযোগে নামতে দেখা গেল শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। পিচকারি হাতে রং চুটিয়ে রংও খেললেন তিনি।

রবিবার বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে নাম উঠেছে দিলীপ ঘোষের। এরপরই সোমবার দোলের দিনে প্রচারে নামলেন তিনি। রং মেখে মিশে গেলেন মানুষের ভিড়ে।

দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচারের সঙ্গে সঙ্গেই সবুজ আবিরে নিজেকে রাঙিয়ে নিলেন আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বড়াইক।

সোনারপুরের বাড়িতে সপরিবারে আবির খেলতে দেখা গেল দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে।

দোল উৎসবকে হাতিয়ার করে প্রচার সারলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুদার।

ভোটের প্রচারে গিয়ে সাধারণ মানুষকে রং মাখানোর পাশাপাশি সবুজ আবিরে নিজেকে রাঙিয়ে নিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার।

নিজের কেন্দ্রে উৎসবের মেজাজে কর্মীসভার পাশাপাশি রং মেখে প্রচার সারতে দেখা গেল বর্ধমান দুর্গাপুরের তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদকে। স্থানীয়দের সঙ্গে সেলফিও তুললেন তিনি।

তবে শুধু ভোটের প্রার্থীরা নয়। অন্য মুডে দেখা গেল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকেও। নিজের পাড়াতে জমিয়ে খেললেন ক্রিকেট।