যোগ দিবস উদযাপনে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মাইসুরুর প্যালেস গ্রাউন্ডে বিপুল জনসমাবেশে যোগ ব্যায়াম করলেন মোদি।
রোটাং পাস এলাকায় চোদ্দো হাজার ফুট উচ্চতায় যোগ দিবস পালন করলেন তিব্বত সীমান্তে নিযুক্ত পুলিশ।
লাদাখে সতেরো হাজার ফুট উচ্চতায় যোগ ব্যায়াম করলেন আইটিবিপি জওয়ানরা।
যোগ দিবসের উদযাপন হল যুদ্ধজাহাজেও। আইএনএস সাতপুরাতে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে যোগাসনরত সেনাদের নিয়ে ৭৫ লিখে এই বিশেষ দিন পালন করা হল।
অসমে ব্রহ্মপুত্র নদীর ধারে যোগসাধনা করলেন সেনা জওয়ানরা।
অমরনাথে নিযুক্ত সেনারাও যোগ দিবস পালন করলেন। প্রায় সাড়ে চারশো জন জওয়ান যোগ ব্যায়ামে অংশ নিয়েছিলেন।
যোগ দিবসে অংশ নিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও যোগ দিবসে শামিল হয়েছিলেন।
পাহাড় থেকে সমুদ্র- যোগ দিবসে শামিল আমজনতা।
কলকাতার ময়দানেও যোগাসন করলেন উৎসাহী জনতা। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.