Advertisement
Advertisement

Breaking News

Remal

রেমালের তাণ্ডবে খাঁ খাঁ চেনা বকখালি, জল থই থই তিলোত্তমা! ক্যামেরাবন্দি দুর্যোগের নানা মুহূর্ত

এখনও রাজ্যজুড়ে চলছে বৃষ্টির দাপট। উপকূলের এলাকায় মাইকিং করে সকলকে সতর্ক করা হচ্ছে প্রশাসনের তরফে।

রেমালের দাপটে বিপর্যস্ত উপকূলবর্তী এলাকা। ঝড়ে লন্ডভন্ড ফ্রেজারগঞ্জে সমুদ্র তীরবর্তী এলাকা। তবে থমকে নেই জীবন।

সাইক্লোন রেমাল আছড়ে পড়ার পর গোটা রাত পেরিয়েছে। তবে এখনও রাজ্যজুড়ে চলছে বৃষ্টির দাপট। উপকূলের এলাকায় মাইকিং করে সকলকে সতর্ক করা হচ্ছে প্রশাসনের তরফে।

টানা বৃষ্টিতে খাস কলকাতার রাস্তা জলমগ্ন। কোথাও এক হাঁটু, কোথাও আবার এক কোমড় জল। তার মাঝেই পথে আমজনতা।

ঝড়ের দাপটে তিলোত্তমার বহু জায়গায় ভেঙে পড়েছে গাছ। চাপা পড়ে একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছ পড়ে থাকায় ব্যহত হয়েছে যান চলাচল।

বৃ্ষ্টি থামতেই মাঠে কচিকাঁচারা। কাদা মেখেই মেতে উঠেছে খেলায়।

অন্যান্য জায়গার মতো পর্যটকদের জন্য বকখালিতেও ছিল 'আই লাভ বকখালি।' কিন্তু রেমালের দাপটে উড়ে গেল 'লাভ'।

কলকাতার জলমগ্ন রাস্তা যেন সমুদ্র। তাতেই খেলায় মাতোয়ারা খুদেরা।

থেমেছে ঝড়। কমেছে বৃষ্টি। তবে চেনা বকখালি একেবারে অচেনা। সৈকতে দেখা নেই পর্যটকদের। দু-একজনের যা দেখা মিলছে, তাঁরা অধিকাংশই স্থানীয়।