Advertisement
Advertisement

Breaking News

ফলহারিণী কালীপুজোর বেলুড় মঠে শ্রীমা সারদাদেবীর বিশেষ পুজো, দেখে নিন ছবি

ফলহারিণী কালীপুজোর রাতে মানবী থেকে দেবীত্বে উত্তরণ হয়েছিল শ্রীমা সারদার।

ফলহারিণী কালীপুজোর দিন শ্রীমা সারদাদেবীকে ষোড়শীরূপে পুজো করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। এখনও ফলহারিনী অমাবস্যায় মা সারদার বিশেষ পুজো হয় বেলুড় মঠে।

১২৮০ বঙ্গাব্দের ১৩ই জ্যৈষ্ঠ ফলহারিণী কালীপুজোর দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদাদেবীকে সাক্ষাৎ ষোড়শী জ্ঞানে পুজো করেন। এটি পৃথিবীর অধ্যাত্মিক ইতিহাসে এক গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা।

দশমহাবিদ্যার তৃতীয় রূপ। দেবী ষোড়শী, ত্রিপুরসুন্দরী। ফলহারিণী কালীপুজোর রাতে মানবী থেকে দেবীত্বে উত্তরণ হয়েছিল শ্রীমা সারদার।

এখনও বেলুড়মঠে ঠাকুরের গর্ভগৃহে ঠাকুরের বাম পার্শ্বে মায়ের প্রতিকৃতি রেখে তাঁকে পুজো করা হয়।

অমাবস্যা পড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় পুজো। সারারাত ধরে নিশি পুজো চলে ভোর পর্যন্ত।

মঠের সন্ন্যাসী এবং ব্রহ্মচারীরা পুজো করেন। দেবীর বন্দনা করেন ভক্তিগীতি এবং গান দ্বারা মাকে আহ্বান করেন এবং পুজো শেষে প্রসাদ বিতরণ করেন।