Advertisement
Advertisement
Strawberry Moon

রাতের আকাশে দেখা গেল ‘স্ট্রবেরি মুন’! কেন এমন নাম জুন-পূর্ণিমার চাঁদের?

নানা রঙের চাঁদ দেখা যায়।

'স্ট্রবেরি মুনে'র সাক্ষী হল উত্তর আমেরিকা। জুন মাসে পূর্ণিমার চাঁদকে এই নামেই ডাকা হয়।

কিন্তু নামের সঙ্গে সাযুজ্য রেখে মোটেই এদিনের চাঁদ ওই রং ধারণ করবে না। সাধারণত হালকা হলুদ কিংবা হালকা সোনালি রঙের চাঁদই দেখা যায়।

স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে, তাহলে কেন এই নামে ডাকা হয় চাঁদকে?

আসলে এই সময় উত্তর আমেরিকায় স্ট্রবেরি চাষের সময়। সেই কারণেই স্ট্রবেরি নামকরণ করা হয়েছে এই সময়ের পূর্ণিমার চাঁদকে।

তবে এরই পাশাপাশি একে হট মুন, রোজ মুন নামেও ডাকা হয়।