কান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ফিরে আপাতত ছুটির মেজাজে সানি লিওনি। স্বামীকে সঙ্গে নিয়ে ফুরফুরে মুডে নায়িকা।
মালদ্বীপের সমুদ্র সৈকতে রীতিমতো উষ্ণতার পারদ চড়ালেন সানি লিওনি।
পরনে কালো মনোকিনি। পুলসাইডে প্রাতঃরাশ সারছেন সানি। মাখন শরীর থেকে যেন চুইয়ে পড়ছে গ্ল্যামার...।
সমুদ্র সৈকতে ভিটামিন ডি-র খোঁজে সানি লিওনি। কখনও নীল টু পিসে আবার কখনও বা কালো মনোকিনিতে অনুরাগীদের চমক দিচ্ছেন অভিনেত্রী।
ফ্লোটিং ব্রেকফাস্টের ছবি দিয়ে সানির মন্তব্য, এমন তরতাজা সকালে কোনও ফিল্টারের দরকার পড়ে না।
আবার কখনও বা বানানা বোটের রাইডে মত্ত অভিনেত্রী। তবে সমুদ্রের ঢেউয়ের চোটে বানানা বোটে দাঁড়াতে গিয়ে প্রায় খাবি খেতে হল সানি লিওনিকে।
সেই ভিডিও শেয়ার করে নায়িকার ক্যাপশন, আপনি যখন মনে করেন বানানা বোটে দাঁড়ানো খুব ভাল আইডিয়া।
সোশ্যাল মিডিয়ায় দাবানল গতিতে ভাইরাল হয়েছে সানি লিওনির মালদ্বীপের ছবি-ভিডিও। ৩ লক্ষেরও বেশি লাইক পড়েছে।
সানির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখে রাতের ঘুম উড়েছে অনুরাগীদের।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.