রবিবাসরীয় ব্রিগেড থেকে চব্বিশের লোকসভা নির্বাচনে ৪২ আসনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণায় ছিল বিশেষ অভিনবত্ব। একদিকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তালিকা ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অন্যদিকে সেই প্রার্থীদের সঙ্গে নিয়ে ব়্যাম্পে হেঁটে আমজনতার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন মমতা। আর এসবের মাঝেই নজর কাড়ল মমতা এবং মহিলা প্রার্থীদের পোশাক।
জনগর্জন সভায় সবুজ পাড়ের সাদা শাড়িতে উপস্থিত হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আঁচলে সবুজ ও বেগুনি জামদানি কাজ। গলার উত্তরীয়ও ছিল শাড়ির সঙ্গে মানানসয়ী।
বরাবরই নজর কাড়ে মহুয়া মৈত্রের স্টাইল স্টেসমেন্ট। ব্রিগেডেও তার ব্যতিক্রম হল না। এদিন তাঁর পরনে ছিল অফ-হোয়াইটের উপর চেক লিনেন শাড়ি। কৃষ্ণনগর থেকে প্রার্থী আবারও টিকিট পাওয়া মহুয়ার চোখে ছিল ট্রান্সপারেন্ট গ্লাসের সানগ্লাস আর কলাপে লাল টিপ।
ব়্যাম্পে মমতার ঠিক পিছনেই উজ্জ্বল রচনা বন্দ্যোপাধ্যায়। পেঁয়াজি রঙের কাঁথাস্টিচের সিল্কে নজর কাড়লেন অভিনেত্রী। শাড়ির কাজের সঙ্গে ম্যাচ করে পরেছিলেন সাদা এয়ারহোস্টেস গলার ফুল স্লিভ ব্লাউজ। খোলা চুল, হালকা মেক-আপে জনতার মন কাড়লেন দিদি নম্বর ১।
অভিনেত্রী সায়নী ঘোষ শাড়িতে দারুণ সাবলীল। তা সে ক্যামেরার সামনে হোক কিংবা রাজনীতির ময়দানে। এদিনও সাদা রংটিই বেছে নিয়েছিলেন যাদবপুরের প্রার্থী। লাল, সবুজ পাড়ের সাদা সুতির শাড়ি পরে হাজির হন এদিন। মাথায় উঁচু করে খোঁপা, কপালে কালো টিপ। চেনা ছন্দেই ধরা দিলেন যুবনেত্রী।
সাদা-মাটা হালকা সাজেও যে দৃষ্টি আকর্ষণ করা যায়, তা বুঝিয়ে দিলেন জুন মালিয়া। প্রথমবার লোকসভার টিকিট পেলেন। লড়বেন মেদিনীপুর থেকে। নীল চওড়া পারের সাদা সুতির শাড়ি। সারা শাড়িতে নীল ছোট ছোট বুটি। চোখে কালো ফ্রেমের চশমা। চুলে খোঁপা। মুখের চওড়া হাসিতেই নজর কাড়লেন অভিনেত্রী।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.