Advertisement
Advertisement
West Bengal Lok Sabha Election 2024

বার বার দেবকে টার্গেট হিরণের, কী বলছেন তৃণমূলের তারকা প্রার্থী?

'মানুষ পাশে আছে', আত্মবিশ্বাসের সুর বিদায়ী সাংসদের গলায়।

ভোটের মুখে কোমর বেঁধে প্রচারে ব্যস্ত ঘাটালের তারকা তৃণমূল প্রার্থী দেব। জনসংযোগে ব্যস্ত হিরণও। সুযোগ পেলেই বিদায়ী সাংসদকে খোঁচা দিতে ব্যস্ত বিজেপির তারকা প্রার্থী।

সম্প্রতি খড়গপুর লোকাল থানার পপরআড়া গ্রাম পঞ্চায়েতের বারবাসি এলাকার বাসিন্দা বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে সোচ্চার হন হিরণ। তিনি দাবি করেন, দেবের নির্দেশেই বিজেপি কর্মীকে খুন করা হয়েছে।

বৃহস্পতিবার প্রচার শেষে সাংবাদিক বৈঠকে সেই অভিযোগ নিয়ে মুখ খুললেন তৃণমূলের তারকা প্রার্থী। হিরণের নানা অভিযোগের দিলেন জবাব।

বিজেপি কর্মীর রহস্যমৃত্যু প্রসঙ্গে দেব বলেন, "অ্যাক্সিডেন্টাল ডেথকে রাজনীতির রং মাখানো হয়েছে। পরিবারের লোকজনের প্রতি সহানুভূতি রয়েছে। এবার তো কেউ বাইকের ধাক্কায় মারা গেলেও রাজনীতির কথা বলা হবে।"

প্রায় একসঙ্গে বিনোদুনিয়ায় পা রেখেছিলেন হিরণ ও দেব। এত বছর পর রাজনীতির ময়দানে হিরণের বাক্যবাণে রীতিমতো তাজ্জব দেব। বিস্মিত দেব এদিন বলেন, "রুদ্রনীল বা সুকান্তরা ব্যক্তিগতভাবে দেবকে কেউ কখনও আক্রমণ করেননি। জেতার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে?"

শুধুই বিরোধী প্রার্থীকে কুরুচিকর আক্রমণেই ক্ষান্ত নন হিরণ। ভোট যত এগিয়ে আসছে, ততই যেন বেসামাল হচ্ছেন বিজেপির তারকা প্রার্থী। ডেবরার ট্যাবাগেরিয়াতে বিডিওর ঘরে ঢুকে পুলিশ-প্রশাসনকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। যার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল। তার জেরে নির্বাচনী কমিশন হিরণকে শোকজ করে। সে প্রসঙ্গে অবশ্য বিশেষ মাথা ঘামাতে নারাজ দেব। বলছেন, "এটা ওঁর ব্যক্তিগত ব্যাপার।" তবে দেবের অনুমান, তিনি শোকজ নোটিস পেলে হিরণ এতক্ষণে নাচতে শুরু করতেন।

তবে হিরণ যতই আক্রমণ করুন না কেন, মানুষ তাঁর পাশেই আছেন। লোকসভা নির্বাচনের আগে ঘাটালের বিদায়ী সাংসদ তথা তারকা প্রার্থীর গলায় আত্মবিশ্বাসের সুর।