হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। টিকিট পাওয়ার পর থেকে প্রচারে ব্যস্ত তৃণমূলের তারকা প্রার্থী। কখনও রোড শো, তো কখনও পায়ে হেঁটে প্রচার করছেন তিনি।
শনিবার সকালে প্রথমে বেড়াবেড়ি পঞ্চায়েতের দক্ষিণপাড়ায় হুডখোলা গাড়িতে রোড শো করেন। সারেন জনসংযোগ।
সিদ্ধেশ্বরী কালীমন্দিরে পুজো দেন। বেড়াবেড়ি হরিসভায় পুজো দেন তিনি। ভিড় জমানো সাধারণ ভোটারদের উদ্দেশে বাতাসা হরিলুট দেন।
স্থানীয় এক কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন রচনা। মেনুতে ছিল ভাত, ডাল, বড়ি ভাজা, সজনে ডাঁটার তরকারি। শেষ পাতে ছিল টক দই। তিনি বলেন, "কখনও মাটির দাওয়ায় বসে খাইনি। মাটির দাওয়ায় বসে খাওয়ার অনুভূতি অসাধারণ।"
সিঙ্গুরের টক দই খেয়ে মুগ্ধ তৃণমূলের তারকা প্রার্থী। তিনি বলেন, "সিঙ্গুরের টক দই অসাধারণ। কলকাতায় এমন টক দই পাওয়া যায় না। যতবার আসব এখানকার টক দই নিয়ে যাব।"
শুধু রচনাই নন। ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে প্রচারের ঝাঁজ। শনিবার কান্দিতে প্রথম কর্মিসভা সারলেন ইউসুফ পাঠান।
তমলুক লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। নববিবাহিত সায়নের সঙ্গে ঘুরে ঘুরে প্রচার সারলেন তাঁর স্ত্রীও।।
শ্রীরামপুরে প্রচার সারলেন সিপিএমের তরুণ প্রার্থী দীপ্সিতা ধর।
বৃষ্টি উপেক্ষা করে চা বাগানের শ্রমিকদের সঙ্গে জনসংযোগ সারেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.