Advertisement
Advertisement

সঙ্গী দুর্ঘটনার আতঙ্ক, ঈশ্বর স্মরণ করে করমণ্ডল এক্সপ্রেসে সওয়ার বহু যাত্রী

ট্রেনে বসেও 'অভিশপ্ত' দিনের কথা নিয়ে আলোচনায় ব্যস্ত যাত্রীরা।

দুর্ঘটনার পাঁচ দিনের মাথায় ফের ট্র্যাকে ফিরল করমণ্ডল এক্সপ্রেস। ছবি: অরিজিৎ সাহা।

বুধবার নির্দিষ্ট সময়ের কিছু পরে গন্তব্যের উদ্দেশে গড়াল ট্রেনের চাকা। ছবি: অরিজিৎ সাহা।

দুপুর থেকে শালিমার স্টেশনে ভিড় জমতে শুরু করে যাত্রীদের। ছবি: অরিজিৎ সাহা।

সবচেয়ে বেশি ভিড় জেনারেল কামরায়। ছবি: অরিজিৎ সাহা।

স্টেশনে দেখা গেল সেই চেনা ছবি। ট্রেনের অপেক্ষায় স্টেশনে বসে থাকতে দেখা গেল অনেককেই। ছবি: অরিজিৎ সাহা।

আতঙ্ককে সঙ্গী করে যাত্রা বহু মানুষের। ছবি: অরিজিৎ সাহা।

ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে ঈশ্বর স্মরণ করলেন কেউ কেউ। ছবি: অরিজিৎ সাহা।

কেউ বা প্রিয়জনকে বিদায় জানিয়ে পাড়ি দিলেন গন্তব্যে। ছবি: অরিজিৎ সাহা।

ট্রেনে বসেও 'অভিশপ্ত' দিনের কথা নিয়ে আলোচনায় ব্যস্ত যাত্রীরা। ছবি: অরিজিৎ সাহা।